CRPF Jawan Assaulted by Kanwariyas

টিকিট নিয়ে বচসা! কর্তব্যরত আধাসেনা জওয়ানকে মাটিতে ফেলে মারধর কাঁওয়ার যাত্রীদের! মির্জাপুরের ঘটনায় চাঞ্চল্য

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ঘটনার নিন্দায় সরব হয়েছেন অনেকে। আরপিএফ আধিকারিক চমন সিং তোমর জানিয়েছেন, ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সাত জনকে হেফাজতেও নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২৩:০৬
Share:

জওয়ানকে মাটিতে ফেলে পর পর ঘুষি ও লাথি মারা হয়। ছবি: সংগৃহীত।

টিকিট নিয়ে বচসার জেরে সিআরপিএফ জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কাঁওয়ার যাত্রীদের বিরুদ্ধে! শনিবার সকালে উত্তরপ্রদেশের মির্জাপুরে ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই নানা মহলে শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কেন্দ্রীয় আধাসেনা তথা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক কর্মী মির্জাপুর স্টেশনে ব্রহ্মপুত্র মেলে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। সে সময় টিকিট কেনা নিয়ে কয়েক জন কাঁওয়ার যাত্রীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। বচসা বাড়তে বাড়তে এক পর্যায়ে উর্দি পরা সিআরপিএফ জওয়ানের উপর চড়াও হন পুণ্যার্থীরা। তাঁরা জওয়ানকে মাটিতে ফেলে পর পর ঘুষি ও লাথি মারতে থাকেন।

ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, উর্দি পরিহিত এক সিআরপিএফ জওয়ানকে ঘিরে ধরেছেন অন্তত আট-ন’জন কাঁওয়ার যাত্রী। এর পর তাঁকে হিড়হিড় করে টানতে টানতে কিছু দূর নিয়ে যাচ্ছেন এক জন। সঙ্গে চলছে কিল-ঘুষি। এর পর জওয়ানকে ধাক্কা মেরে মাটিতে ফেলে তাঁর উপর একসঙ্গে চড়াও হচ্ছেন কাঁওয়ার যাত্রীরাও। মাটিতে ফেলে তাঁকে বেশ কয়েক বার লাথিও মারছেন।

Advertisement


ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ঘটনার নিন্দায় সরব হয়েছেন অনেকে। আরপিএফ আধিকারিক চমন সিং তোমর জানিয়েছেন, ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সাত জনকে হেফাজতে নেওয়া হয়েছে। চমন বলেন, ‘‘শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই সিআরপিএফ জওয়ান ব্রহ্মপুত্র মেলে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। সে সময় গেরুয়া পোশাক পরা কয়েক জন লোকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। তার পর এই ঘটনা ঘটে। আমরা সাত জনকে আটক করেছি। আরও তদন্ত চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement