National News

কোটি কোটি লিটার অপরিশোধিত তেল উধাও! রাজস্থানে চক্র ফাঁস

রাজস্থানের কেয়ার্ন ইন্ডিয়া অয়েলফিল্ড থেকে গত ৬ বছর ধরে তেল চুরি করেছে একটি চক্র। আপাতত ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে। সন্দেহ করা হচ্ছে, আরও ৭৫ জন জড়িয়ে রয়েছে ওই তেল চুরি কাণ্ডে। তাদের খোঁজ চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ২০:৩৫
Share:

সেই কেয়ার্ন ইন্ডিয়া অয়েলফিল্ড।- ফাইল চিত্র।

রাজস্থানে দেশের বৃহত্তম অনশোর অয়েলফিল্ড থেকে ৫ কোটি টাকার তেল চুরি হয়েছে। অভিযোগ, গত ৬ বছর ধরে ওই অয়েলফিল্ড থেকে তেল চুরি করেছে একটি সিন্ডিকেট। দাবি, চুরি হয়েছে প্রায় ৪৯ কোটি টাকার তেল। তেল চুরির অভিযোগে পুলিশ ওই সিন্ডিকেটের ২৫ জনকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ জানাচ্ছে, রাজস্থানের কেয়ার্ন ইন্ডিয়া অয়েলফিল্ড থেকে গত ৬ বছর ধরে তেল চুরি করেছে একটি চক্র। আপাতত ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে। সন্দেহ করা হচ্ছে, আরও ৭৫ জন জড়িয়ে রয়েছে ওই তেল চুরি কাণ্ডে। তাদের খোঁজ চলছে।

আরও পড়ুন- সে দিন মায়ের ফোনটা যে কেন অত তাড়াতাড়ি ছেড়ে দিলাম!

Advertisement

রাজস্থান পুলিশের এক পদস্থ কর্তা গঙ্গাদীপ সিংলা বলেছেন, ‘‘কেয়ার্ন ইন্ডিয়া অয়েলফিল্ডটি আদতে ব্রিটিশ তেল খনন সংস্থা বেদান্ত রিসোর্সেসের একটি সাবসিডিয়ারি। এটাই দেশের বৃহত্তম অনশোর অয়েলফিল্ড। সংস্থা কর্তৃপক্ষই বিষয়টি গোচরে আনেন পুলিশের। পরে তদন্তে নেমে আমরা জানতে পারি, এর পিছনে রয়েছে খুব বড় একটি চক্র। অনেক দিন ধরে ওই কাণ্ড ঘটিয়ে চলেছে একটি সিন্ডিকেট। জিপিএস নজরদারি অচল করে দিয়ে ট্রাকে চাপিয়ে ওই তেল পাচার করত ড্রাইভাররা। আর সেই তেল বেচা হয়েছে কাছেপিঠে থাকা দু’টি ছোট কারখানায়। এই ঘটনায় আপাতত ৩০টি ট্রাক আটক করা হয়েছে। সেই চুরি করা তেল রাস্তা নির্মাণ আর ডিজেল উৎপাদনে কাজে লাগানো হয়েছে। ওই তেল চুরির জন্য একটি সুড়ঙ্গও বানানো হয়েছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement