National

যে সব টাকা, পয়সা ক্রমশ উধাও হয়ে গেল

আনা, পাই-এর দিন বহু দশক আগেই গত। সোজাসাপ্টা টাকা, পয়সার যুগ শুরু হয়েছিল স্বাধীন ভারতে। ১৯৫৭ সালে ১ টাকা = ১০০ নয়া পয়সার ব্যবস্থা চালু হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ১৩:৩৭
Share:

আনা, পাই-এর দিন বহু দশক আগেই গত। সোজাসাপ্টা টাকা, পয়সার যুগ শুরু হয়েছিল স্বাধীন ভারতে। ১৯৫৭ সালে ১ টাকা = ১০০ নয়া পয়সার ব্যবস্থা চালু হয়। ১৯৬৬ থেকে নয়া পয়সার বদলে শুধু পয়সা। তা সেই সব মুদ্রাদের অনেকগুলোই এখন স্রেফ অতীত হয়ে গেছে। এক টাকা, দু’ টাকার নোট চালু থাকলেও মেলে খুব কম। কয়েনই বাজার দখল করে ফেলেছে। পাঁচ টাকাও প্রায় তাই। কিন্তু পয়সারা সবাই গত বা প্রায় বিগত। সেই সব উধাও হয়ে যাওয়া কিছু মুদ্রাকে দেখে নেওয়া যাক।

Advertisement

আরও পড়ুন:
কী নতুন তথ্য যোগ হল নতুন নোটে, জেনে নিন এক নজরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement