Cyber Crime

কার্ড ক্লোনিং, ওটিপি কেলেঙ্কারি! পাঁচ বছরে মুম্বইয়ে সাইবার হানার শিকার ২০ হাজার লোক, ২০০০ কোটি টাকার প্রতারণা

২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ২০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। হাতিয়ে নেওয়া সেই টাকার খুব সামান্য অংশই উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৬
Share:

প্রতীকী ছবি।

মুম্বইয়ে সাইবার অপরাধের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে প্রকাশিত তথ্য বলছে, গত পাঁচ বছরে বাণিজ্যনগরীতে ২০ হাজার সাইবার অপরাধের মামলা দায়ের হয়েছে। আর তা থেকেই অনুমান করা যায়, মুম্বইয়ে কী ভাবে প্রতিনিয়ত সাইবার হানার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তবে এই তালিকায় শুধু আমজনতাই নেই, বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্তা, এমনকি বড় বড় ব্যবসায়ীরাও প্রতারণার শিকার হচ্ছেন।

Advertisement

ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ২০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। হাতিয়ে নেওয়া সেই টাকার খুব সামান্য অংশই উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে ২০ হাজার সাইবার প্রতারণার মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ৪১৩২টি ক্রেডিট এবং ডেবিট কার্ডের। তার পর রয়েছে এটিএম প্রতারণা, সিম সোয়াপ, ক্লোনিং, সিম সক্রিয়করণ, ওটিপি শেয়ারিংয়ের মতো প্রতারণা। তার মধ্যে ৩৩৮টি মামলার সমাধান হয়েছে। গ্রেফতারির সংখ্যা ৩৯৯। সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে ২০২২ সালে। ১০৩৪টি প্রতারণার মামলা দায়ের হয়েছে ওই বছরে। সেখানে ২০২৫ সালে এখনও পর্যন্ত ১৮৫টি মামলা দায়ের হয়েছে। সমাধান হয়েছে ১৬টি। গ্রেফতারের সংখ্যা ১৪।

তদন্তকারী এক সূত্রের খবর, কার্ড ক্লোন করে প্রতারণার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ডিজিটাল গ্রেফতারির সংখ্যাও তুলনায় বেড়েছে। সাইবার অপরাধের তদন্তের সঙ্গে জড়িত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনেকে জ্ঞানত বা কখনও না জেনেবুঝেই ওটিপি, পিন শেয়ার করছেন। ফলে সাইবার অপরাধীদের খপ্পরে পড়ছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement