উড়ে যাচ্ছে স্কুলবাস, গাড়ি, বাড়ির চাল, দেখুন ফণীর ভয়ঙ্কর সব ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সাইক্লোন ফণীর চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে সেই সব ভিডিয়ো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ১৫:৪০
Share:

ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ছে ক্রেন।

কোথাও উল্টে দিচ্ছে আস্ত স্কুল বাস। দাঁড় করানো গাড়ি ঠেলতে ঠেলতে রাস্তার পাশে নিয়ে গিয়ে উল্টে ফেলে দিচ্ছে ফণী। কোথাও ঘুর্ণিঝড়ের দাপটে আবার ঘুড়ির মতো উড়ে যাচ্ছে ফাইবারের কাঠামো। এমনই সব ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে ওড়িশার বিভিন্ন প্রান্তে। এ যেন হলিউডের ছবি 'দ্য স্টর্ম'-এর বাস্তব রূপ।

Advertisement

ফণীর তাণ্ডব ক্যামেরাবন্দি করতে হাতের স্মার্টফোনই হয়ে উঠেছে অস্ত্র। পেশাদার সাংবাদিক বা চিত্র সাংবাদিকদের থেকেও যেন ভয়ানক ছবি তুলে ধরেছেন আম জনতা। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সাইক্লোন ফণীর চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে সেই সব ভিডিয়ো।

তাণ্ডবলীলার পাশাপাশি একাধিক বিপর্যয় মোকাবিলার ভিডিয়ো-ও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ওড়িশা পুলিশের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে পুলিশ অফিসাররাই ভেঙে পড়া গাছের ডাল টেনে সরিয়ে দিচ্ছেন। ইলেক্ট্রিক করাত দিয়ে গাছ কেটে সরানোর দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে ভুবনেশ্বর, পুরীর বিভিন্ন প্রান্তে।

Advertisement

আরও পড়ুন ভয়ালভয়ঙ্কর ধ্বংসলীলায় লন্ডভন্ড পুরীভুবনেশ্বর যুদ্ধকালীন তত্পরতায় শুরু উদ্ধারকাজ

আরও পড়ুন ভয়ালভয়ঙ্কর ধ্বংসলীলায় লন্ডভন্ড পুরীভুবনেশ্বর যুদ্ধকালীন তত্পরতায় শুরু উদ্ধারকাজ (_)

আরও পড়ুন ভয়ালভয়ঙ্কর ধ্বংসলীলায় লন্ডভন্ড পুরীভুবনেশ্বর যুদ্ধকালীন তত্পরতায় শুরু উদ্ধারকাজ (_)

আরও পড়ুন: সন্ধে থেকে রাজ্যে ঝড়বৃষ্টি, কিছুটা দুর্বল হয়ে ১১৫ কিমি বেগে ভোররাতেই ছোবল মারবে ফণী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন