BJP

‘মোদী মোদী’ বলে ডাকাতরা দরজা খুলিয়ে সব লুঠে নিয়ে গেল

‘মোদী মোদী’বলে চিত্কার করতে থাকে। যাতে মানুষ ভাবেন তারা বিজেপির হয়ে ভোটের প্রচার করতে এসেছে। যেই ঘরের দরজা খুলেছে সঙ্গে সঙ্গে তারা ঘরে ঢুকে পড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ১৮:০৬
Share:

অভিনব উপায়ে ডাকাতি বিহারে। অলঙ্করণ : তিয়াসা দাস।

কেউ গণতন্ত্রের উত্সবে লড়াই করছেন দেশের জন্য। কেউ সুযোগ বুঝে লুঠ করতে নেমেছে।

Advertisement

বিহারে সিওয়ানের ঘুরঘাটে এক দল ডাকাত রাতের বেলা বাড়ি বাড়ি গিয়ে দরজায় টোকা দেয়। সেই সঙ্গে ‘মোদী মোদী’বলে চিত্কার করতে থাকে। যাতে মানুষ ভাবেন তারা বিজেপির হয়ে ভোটের প্রচার করতে এসেছে। যেই ঘরের দরজা খুলেছে সঙ্গে সঙ্গে তারা ঘরে ঢুকে পড়ে।

ঘরে ঢুকেই ডাকতরা দুই মহিলা ও দুই পুরুষকে মারধর করে। তাদের মেরে ধরে প্রায় এক লক্ষ টাকা নগদ ও জিনিসপত্র নিয়ে পালায়। এমনটাই জানিয়েছেন উপেন্দ্র রাজ নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়িতেই ডাকাতি হয়েছে।

Advertisement

আরও পড়ুন : টোল প্লাজা থেকে টাকা হাতিয়ে পালাল হনুমান

আরও পড়ুন : নকল পা পেয়ে শিশুর নাচ, ছুঁয়ে গেল হৃদয়

এই ঘটনায় পুলিশও তাজ্জব বনে গিয়েছে। থানা থেকে বেশি দূরের নয় ঘটনাস্থল। সিওয়ান থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement