Corona Update India

Covid update: ২৪ ঘণ্টায় কমল দেশ জুড়ে দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা ২৭

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, দেশ জুড়ে দৈনিক সংক্রমিতের সংখ্যা অনেকটাই কমেছে। ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ১১,৭৯৩ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১৩:০১
Share:

২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার অনেকটাই কমে হল ২.৪৯ শতাংশ। প্রতীকী ছবি

সোমবার দেশে কোভিডে সংক্রমিতের সংখ্যা ১৭ হাজারের গণ্ডি পেরোলেও মঙ্গলবার সেই সংখ্যা এক ধাক্কায় অনেকটাই নীচে নেমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা কমে হল ১১,৭৯৩। সোমবার এই সংখ্যা ছিল ১৭,১০৯। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে নজর দিলে দেখা যায়, দৈনিক সংক্রমণের তালিকায় মহারাষ্ট্রকে ছাপিয়ে কেরল এখনও শীর্ষে। কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজার পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩,২০৬। এর পরে রয়েছে মহারাষ্ট্র (২,৩৬৯), তামিলনাড়ু (১,৪৬১), দিল্লি (৬২৮) ও কর্নাটক (৬১৭)।

Advertisement

কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৭। এর মধ্যে কেরলেই মৃত্যু সর্বোচ্চ। কেরলে মোট ১৩ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মহারাষ্ট্রে পাঁচ জন, পঞ্জাব ও দিল্লিতে তিন জন, মিজোরাম, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২১। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৫ হাজার ৪৭। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার অনেকটাই কমে হল ২.৪৯ শতাংশ। সোমবার দৈনিক সংক্রমণের হার ছিল ৫.৬৪ শতাংশ।

সারা ভারতে এখনও পর্যন্ত ১৯৭ কোটি ৩১ লক্ষ ৪৩ হাজার ১৯৬ টিকাকরণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯,৪৮৬ জন। এখনও পর্যন্ত দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৭ লক্ষ ৯৭ হাজার ৯২ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন