দলাইয়ের সফরে সায় দিল্লির

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বর্মার তাওয়াং সফর নিয়ে চিনা আপত্তি উড়িয়ে দিয়েছিল দিল্লি। এ বার দলাই লামার তাওয়াং সফরেও সবুজ সঙ্কেত দিল কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০৩:৩৭
Share:

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বর্মার তাওয়াং সফর নিয়ে চিনা আপত্তি উড়িয়ে দিয়েছিল দিল্লি। এ বার দলাই লামার তাওয়াং সফরেও সবুজ সঙ্কেত দিল কেন্দ্র।

Advertisement

সম্প্রতি কূটনৈতিক ভাবে ভারতকে অপদস্থ করার সুযোগই ছাড়েনি চিন। পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতের সদস্যপদের বিরুদ্ধে জোরালো সওয়াল করেছিল বেজিং। ব্রিকস-সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তারা। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, অরুণাচলে দলাই লামার সফর নিয়ে তাই চিনকে পাল্টা চাপ দিচ্ছে ভারত।

অরুণাচল প্রদেশকে বরাবরই চিনের অংশ বলে দাবি করে বেজিং। সেখানে বেশ কয়েক বার অনুপ্রবেশও করেছে চিনা সেনা। বিদেশি অতিথিরা সেখানে গেলে বেজিং‌য়ের অস্বস্তি বাড়ে। সম্প্রতি তাওয়াং উৎসবে যোগ দিতে অরুণাচলে যান মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বর্মা। তখনও বেজিং আপত্তি জানিয়েছিল।

Advertisement

আগামী বছরের শুরুতে দলাই লামার তাওয়াংয়ে যাওয়ার কথা। সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে তাঁর ভক্তের সংখ্যা প্রচুর। গত মে মাসে তাওয়াং মঠে ভিক্ষুদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়। তাই এ বার দলাইয়ের সফরের অন্য তাৎপর্যও রয়েছে।

কিন্তু এই সফর নিয়েও যে চিন আপত্তি জানাবে তাতে কোনও সন্দেহ নেই ভারতের। কারণ, ভারতে নির্বাসিত তিব্বতি সরকারের প্রধান বেজিংয়ের অন্যতম প্রতিপক্ষ। ২০০৯ সালেও দলাইয়ের অরুণাচল সফর নিয়ে আপত্তি জানিয়েছিল চিন। তখন তাওয়াং মঠেই দাঁড়িয়ে তিব্বতের স্বাধীনতা নিয়ে প্রবল ভাবে সরব হয়েছিলেন দলাই।

আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘‘দলাই লামা ভারতের সম্মানিত অতিথি। তিনি ভারতের যে কোনও প্রান্তে যেতে পারেন। অরুণাচলে তাঁর প্রচুর ভক্ত আছেন। তাই দলাই লামা তিনি সেখানে যেতেই পারেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement