উত্তরপ্রদেশে উদ্ধার দলিত ছাত্রীর ঝুলন্ত দেহ। —প্রতীকী চিত্র।
প্রতি দিনের মতোই বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল বছর সতেরোর দলিত কিশোরী। কিন্তু সন্ধ্যা নামলেও বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর একাদশ শ্রেণির ওই ছাত্রীর সন্ধান মেলে। তবে মৃত অবস্থায়। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে ঝুলছিল ওই কিশোরীর দেহ। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এটি খুন না আত্মহত্যার ঘটনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মৃত কিশোরীর পরিবারের তরফে তার মামাতো দাদার নামে খুনের অভিযোগ তোলা হয়েছে। যদিও পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। মৈনপুরীর ডেপুটি পুলিশ সুপার সত্যপ্রকাশ শর্মা জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে এই ঘটনার তদন্তভার নেবে পুলিশ।
তবে প্রাথমিক তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ। ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পেয়েই সেখানে পৌঁছোয় পুলিশের ডগ স্কোয়াড, যায় ফরেন্সিক দলও। তদন্তকারীরা মনে করছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই ওই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আপাতত সম্ভাব্য সব দিক খতিয়ে দেখেই তদন্ত চালাচ্ছে পুলিশ। বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।