পঞ্জাবের মোগায় এক দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় নিহালসিংহ ওয়ালা জেলায় হরহিন্দ্র সিংহ (২১) নামে এক যুবক নিজের জিপে জোর করে তুলে নিয়ে যায় বছর ১৯-এর তরুণীকে। নির্জন জায়গায় তাঁকে ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। ধর্ষক অধরা।