রাফাল যুদ্ধবিমান। —ফাইল চিত্র।
‘অপারেশন সিঁদুর’-এর সময় একটিই রাফাল যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। মঙ্গলবার এমনটাই জানাল যুদ্ধবিমানটির প্রস্তুতকারী সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন। সংস্থাটির সিইও এরিক ট্র্যাপিয়ার জানিয়েছেন, মাঝ-আকাশে থাকাকালীন যান্ত্রিক গোলযোগে ভেঙে পড়ে একটি রাফাল যুদ্ধবিমান। তবে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামানোর যে দাবি করেছিল, তা খারিজ করে দিয়েছেন তিনি।
পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, গত মে মাসে ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তা মেনে নেন সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) জেনারেল অনিল চৌহান। কিন্তু সেনা সর্বাধিনায়কের কথায় স্পষ্ট হয়নি যে, রাফাল যুদ্ধবিমানই ধ্বংস হয়েছে কি না। ‘অপারেশন সিঁদুর’-এর সময় তিনটি রাফাল-সহ ছ’টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান। তখন দাসো অ্যাভিয়েশনের সিইও ট্র্যাপিয়ার জানিয়েছিলেন, পাকিস্তানের ওই দাবি ‘ঠিক নয়’। একই সঙ্গে তিনি বলেন, “এই বিষয়ে ভারত তাদের কিছু জানায়নি। তবে তিনটি রাফাল গুলি করে নামানোর দাবি সঠিক নয়।” মঙ্গলবার স্পষ্ট ভাবে একটি রাফাল ভেঙে পড়ার কথা জানালেন তিনি। একই সঙ্গে জানালেন পাক সেনার গুলিতে নয়, যান্ত্রিক গোলযোগে ভেঙে পড়ে সেটি।
সোমবারই ভারতের প্রতিরক্ষা সচিব আরকে সিংহ ‘সিএনবিসিটিভি১৮’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রাফাল গুলি করে নামানো সংক্রান্ত পাকিস্তানের দাবি উড়িয়ে দেন। তিনি বলেন, “ভারতের তুলনায় পাকিস্তানের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।”
প্রসঙ্গত, বিশ্বের প্রথম সারির অতি উন্নত যুদ্ধবিমান হিসাবে খ্যাতি রয়েছে রাফালের। সম্প্রতি ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্টে দাবি করা হয়, নিজেদের যুদ্ধাস্ত্র বিক্রি করতে ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ টানছে চিন। ইসলামাবাদের সঙ্গে সুর মিলিয়ে বিভিন্ন দেশকে বেজিং বোঝাচ্ছে যে, ওই সংঘাতে পাকিস্তানের ব্যবহার করা চিনা যুদ্ধবিমানের সঙ্গে এঁটে উঠতে ব্যর্থ হয়েছে ভারতের ব্যবহৃত রাফাল যুদ্ধবিমান। ফরাসি সংস্থার তরফে অবশ্য বার বার জানানো হয়েছে, আধুনিক যুদ্ধ ব্যবস্থায় রাফাল যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম।
ফ্রান্সের কাছ থেকে এর আগে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। ২০১৬ সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলি ব্যবহার করছে বায়ুসেনা। সম্প্রতি ৬৩ হাজার কোটি টাকা দিয়ে ফ্রান্সের কাছ থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত।