সোমবার বিষ্ণুপুরে সেবাশ্রয়ের স্বাস্থ্যশিবিরে বিশেষ ভাবে সক্ষম মানুষদের হুইলচেয়ার প্রদান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
চলাফেরায় যাতে অসুবিধা না-হয় তাই বিশেষ ভাবে সক্ষম মানুষদের হাতে হুইলচেয়ার তুলে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের সংসদীয় এলাকার বিষ্ণুপুরে সেবাশ্রয়ের স্বাস্থ্যশিবির ঘুরে দেখেন তিনি। সেখানেই বিশেষ ভাবে সক্ষম মানুষদের হুইলচেয়ার প্রদান করেন। শুধু তা-ই নয়, ওই শিবিরে পশ্চিমবঙ্গের মনীষীদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনও করেন তিনি।
সোমবার সকালে বিষ্ণুপুরের মডেল ক্যাম্পে যান অভিষেক। ঘুরে দেখেন গোটা শিবির। ওই শিবিরে আসা রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের অভাব-অভিযোগ শোনেন। অভিষেককে কাছে পেয়ে নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অনেকেই।
‘সেবাশ্রয়’ অভিষেকের ‘স্বপ্নের প্রকল্প’। নিজের সংসদীয় এলাকায় এই স্বাস্থ্যশিবির শুরু করেন তিনি। চলতি বছরের ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে পথ চলা শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’-এর। টানা ৭৫ দিন বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছিল। চোখ, কান, রক্তচাপ, সুগার থেকে শুরু করে ক্যানসার— বিভিন্ন ধরনের অসুস্থতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন মানুষ। এলাকাবাসীরা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ এই শিবিরগুলিতে গিয়েছিলেন।
অনেকেরই দাবি, অভিষেকের এই প্রকল্প যথেষ্ট সাড়া ফেলেছে সাধারণ মানুষের মনে। সেই সাফল্যের কথা বিবেচনা করে গত ১ ডিসেম্বর থেকে আবার ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শুরু করেন অভিষেক, যার পোশাকি নাম ‘সেবাশ্রয় ২’। সোমবার ২৭ দিনে পড়ল সেবাশ্রয়। সে দিন তিনি পরিদর্শন করেন বিষ্ণপুরের শিবির। ২২ জানুয়ারি পর্যন্ত এই শিবির চলার কথা। তার পর ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা এলাকায় চলবে মেগা ক্যাম্প।