২৬/১১-র জঙ্গি হামলার আগে সাত বার মুম্বই এসেছিল হেডলি

ভিডিও কনফারেন্সে রাজসাক্ষীর সাক্ষ্য নেওয়া চলছে। সরকারি কৌঁসুলি তাঁকে প্রশ্ন করলেন, ‘‘২৬/১১ মুম্বই হামলার আগে আপনি সাত বার ভারতে এসেছিলেন?’’ রাজসাক্ষী ঠান্ডা মাথায় কৌঁসুলির বক্তব্যকে সংশোধন করে দিয়ে জানালেন, সাত বার নয়, আট বার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৩
Share:

ভিডিও কনফারেন্সে রাজসাক্ষীর সাক্ষ্য নেওয়া চলছে। সরকারি কৌঁসুলি তাঁকে প্রশ্ন করলেন, ‘‘২৬/১১ মুম্বই হামলার আগে আপনি সাত বার ভারতে এসেছিলেন?’’ রাজসাক্ষী ঠান্ডা মাথায় কৌঁসুলির বক্তব্যকে সংশোধন করে দিয়ে জানালেন, সাত বার নয়, আট বার। মুম্বই হামলার আগে রেকি করতে তিনি সাত বার সেখানে এবং দিল্লিতে এক বার। সোমবার এ ভাবেই শুরু হল, ২৬/১১ মুম্বই হামলায় রাজসাক্ষী পাক-মার্কিন লস্কর-ই-তইবা জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সাক্ষ্যগ্রহণ।

Advertisement

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দিন মুম্বইয়ের এক আদালতে সাক্ষ্য দিয়েছেন হেডলি। সরকারি কৌঁসুলির মতে, ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এই প্রথম কোনও ‘বিদেশি জঙ্গি’ ভারতের আদালতে সাক্ষ্য দিলেন। রেকির বিষয়ে তো বটেই, হেডলি এ দিন আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। যে ভয়ঙ্কর জঙ্গি হামলা ১৬৬ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেই ২৬/১১-র আগে হেডলিরা মুম্বইতে দু’বার হামলার চেষ্টা করে। কিন্তু, সেই ছক কোনও ভাবে বানচাল হয়ে যায়। তৃতীয় বার তাদের সাফল্য কেড়ে নেয় ১৬৬ জনের প্রাণ।

আরও খবর
২৬/১১ কি ইতিহাস?

Advertisement

আদালতে হেডলি জানান, রেকি করার সময় তিনি মুম্বই এসে শহরের বিভিন্ন জায়গার ভিডিও তুলে নিয়ে যান। তিনি তখন রিপোর্ট করত সাজিদ মির নামে এক জঙ্গিকে। তার মাধ্যমেই জঙ্গি গোষ্ঠীর বাকি সদস্যদের সঙ্গে হেডলির পরিচয় হয়। এই মিরের নির্দেশেই নিজের নাম বদল করেন তিনি। আগে তার নাম ছিল দাউদ গিলানি। ২০০৯ সালে শিকাগো বিমানবন্দর থেকে এই জঙ্গিকে গ্রেফতার করে মার্কিন প্রশাসন। বিচার পর্বের শেষে ২০১৩-য় মুম্বই হামলায় জড়িত থাকার দায়ে হেডলিকে ৩৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে মার্কিন আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement