National News

টুইটার অ্যাকাউন্ট ডিলিট করলেন কংগ্রেস মুখপাত্র দিব্যা স্পন্দনা, দলবদলের ইঙ্গিত?

কেন দিব্যা তাঁর টুইটার অ্যাকাউন্ট হঠাৎ ডিলিট করে দিলেন, তা নিয়ে নানা মহলে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, কংগ্রেস ছেড়ে এ বার হয়তো বিজেপিতে যেতে পারেন দিব্যা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ১২:৫১
Share:

দিব্যা স্পন্দনা। - ফাইল ছবি।

৪৯ বছর পর কোনও মহিলা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দায়িত্ব নেওয়ায় নির্মলা সীতারামনকে টুইটে অভিনন্দন জানানোর দিনদু’য়েকের মধ্যেই তাঁর টুইটার অ্যাকাউন্ট ডিলিট (মুছে) করে দিলেন কংগ্রেসের মুখপাত্র দিব্যা স্পন্দনা। টুইটারে দিব্যার প্রোফাইল পেজ খুললেই এখন দেখা যাচ্ছে, ‘‘এই অ্যাকাউন্ট আর নেই (দিস অ্যাকাউন্ট ডাজ্‌ন্ট এক্সিস্ট)।’’ রামিয়া নামেও পরিচিত দিব্যা।

Advertisement

কেন দিব্যা তাঁর টুইটার অ্যাকাউন্ট হঠাৎ ডিলিট করে দিলেন, তা নিয়ে নানা মহলে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, কংগ্রেস ছেড়ে এ বার হয়তো বিজেপিতে যেতে পারেন দিব্যা। তবে দিব্যাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে, তিনি বলেছেন, ‘‘খবরের সূত্র বেঠিক খবর দিয়েছে আপনাদের।’’ কংগ্রেসের মিডিয়া সেলের তরফেও এ ব্যাপারে কেউ কোনও মন্তব্য করতে চাননি।

দিনদু’য়েক আগেই কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা জানিয়েছিলেন, লোকসভা ভোটের ফলাফলের প্রেক্ষিতে আগামী এক মাস কংগ্রেসের কোনও নেতা, কর্মী প্রকাশ্যে কোনও মন্তব্য করতে পারবেন না, কোনও টেলিভিশন চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে হাজির হতে পারবেন না। কেউ কেউ বলছেন, দিব্যার টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার ঘটনা তারই ফলশ্রুতি হতে পারে। তবে সেটাও খুব নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

Advertisement

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় এনডিএ মন্ত্রিসভায় নির্মলা সীতারামন অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর টুইটে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন দিব্যা। লিখেছিলেন, ‘‘আপনাকে অভিনন্দন। আপনি যে মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন, এর আগে শেষ বারের মতো কোনও মহিলা সেই মন্ত্রক পেয়েছিলেন ১৯৭০ সালে। তিনি ইন্দিরা গাঁধীজি। এটা আমাকে মহিলা হিসেবে গর্বিত করেছে। দেশের জিডিপির হার খুব ভাল নয়। আমি নিশ্চিত, অর্থনীতিতে আপনি প্রাণ ফিরিয়ে আনবেন। আপনার প্রতি সমর্থন রাইল। শুভেচ্ছা।’’

আরও পড়ুন- দেশে এই প্রথম পুরো সময়ের মহিলা অর্থমন্ত্রী​

আরও পড়ুন- দ্বিচারিতা করছে কেন্দ্র, মিম বিতর্কে বিজেপিকে তোপ দিব্যা স্পন্দনার​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন