প্রতীকী ছবি।
উত্তরপ্রদেশের হামিরপুরে মূক-বধির অন্তঃসত্ত্বাকে গণধর্ষণের পর জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হল। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হল তাঁর।
পুলিশ সূত্রে খবর, গত রবিবার সন্ধ্যায় ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, শ্বশুরবাড়িতে অশান্তি হওয়ায় বাপের বাড়িতে চলে এসেছিলেন নির্যাতিতা। সেখানেই থাকছিলেন। সেই সময় গ্রামেরই দু’জনের সঙ্গে তাঁর পরিচয় হয়। ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগ, সেই সুযোগ নিয়ে তাঁকে বেশ কয়েক বার ধর্ষণ করা হয়। তার জেরে ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনা জানাজানি হতেই মহিলার পরিবারকে হুমকি দিতে থাকেন অভিযুক্তেরা।
নির্যাতিতার পরিবারের দাবি, গত রবিবার মহিলা বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে দুই অভিযুক্ত বাড়িতে আসেন। মহিলাকে ডেকে নিয়ে যান। একটি নির্জন মাঠে নিয়ে গিয়ে তাঁকে জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ান। তার পর আবার তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। মহিলা অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফেলে রেখে পালিয়ে যান দুই অভিযুক্ত। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কানপুরে স্থানান্তরিত করা হয়। বুধবার নির্যাতিতার মৃত্যু হয়। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।