deep sindhu

জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার দীপ

প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লায় হিংসার ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত দীপ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৭:৪২
Share:

দীপ সিধু।

দীপ সিধুকে নিয়ে নতুন নাটক। গ্রেফতার হওয়ার প্রায় ২ মাস পর শনিবার জামিন পেয়েছিলেন অভিনেতা। কিন্তু সেই জামিন মেলার কয়েক ঘণ্টার মধ্যেই ভিন্ন একটি মামলায় ফের তাঁকে গ্রেফতার করা হল।

Advertisement

শনিবার সকালে দিল্লির আদালত তাঁকে জামিন দেয় বলে জানায় সংবাদ সংস্থা এএনআই। প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লায় হিংসার ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত দীপ। ৯ ফেব্রুয়ারি সকালে পঞ্জাবের জিরাকপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ দল।

কেন্দ্রের নতুন ৩ কৃষি আইনের বিরোধিতা করে দিল্লির উপকণ্ঠে কৃষকদের যে বিক্ষোভ চলছে, তাকে সমর্থন করেছিলেন দীপ। এমনকি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর নিয়ে মিছিলেও ছিলেন তিনি। সে দিন লালকেল্লায় যে হামলা হয়, তার প্রেক্ষিতে দীপের বিরুদ্ধে একটি এফআইআর করে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ। তার প্রেক্ষিতে জামিন মেলার পর ফের দীপকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন