যুদ্ধে নন মহিলারা: পর্রীকর

সেনাবাহিনীর মহিলাকর্মীদের রণক্ষেত্রে পাঠানো হবে না। এমনটাই জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। তবে অন্যান্য অভিযানে অংশগ্রহণ করতে পারবেন মহিলারা। প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যের কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, সরাসরি রণক্ষেত্রে গেলে বেশির ভাগ সময়ই মহিলাদের নিরাপত্তার আশঙ্কা থেকে যায়। যদি যুদ্ধের সময় মহিলাদের বন্দি বানানো হয়, সে ক্ষেত্রে তো মহিলাদের নিরাপত্তার আশঙ্কা আরও বেড়ে যায়।

Advertisement
শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০২:৪৯
Share:

সেনাবাহিনীর মহিলাকর্মীদের রণক্ষেত্রে পাঠানো হবে না। এমনটাই জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। তবে অন্যান্য অভিযানে অংশগ্রহণ করতে পারবেন মহিলারা। প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যের কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, সরাসরি রণক্ষেত্রে গেলে বেশির ভাগ সময়ই মহিলাদের নিরাপত্তার আশঙ্কা থেকে যায়। যদি যুদ্ধের সময় মহিলাদের বন্দি বানানো হয়, সে ক্ষেত্রে তো মহিলাদের নিরাপত্তার আশঙ্কা আরও বেড়ে যায়। ফলে এমন ঘটনা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন পর্রীকর। তবে সশস্ত্র বাহিনীতে অফিসারদের সংখ্যাও কম। তাই পর্রীকরের এমন সিদ্ধান্তে প্রশ্নও উঠছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আগের তুলনায় সেই সংখ্যাটা কিছুটা হলেও বেড়েছে। পাশাপাশি, যে প্রতিষ্ঠানে অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়, আগামী দু’বছরে সেই প্রতিষ্ঠানটিকে বড় করা হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement