ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’-এর প্রশংসা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। —ফাইল চিত্র।
পাকিস্তানের প্রতিটি কোনাই ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। শনিবার ইসলামাবাদের উদ্দেশে এই হুঁশিয়ারিই দিয়ে রাখলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। একই সঙ্গে এ-ও জানিয়ে রাখলেন, ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র তার ঝলক ছিল।
উত্তরপ্রদেশের লখনউয়ে ‘ব্রহ্মস’-এর কারখানা থেকে রাজনাথ বলেন, “অপারেশন সিঁদুরের সময়ে যা হয়েছে, তা শুধুই ঝলক ছিল। সেই ঝলকই পাকিস্তানিকে বুঝিয়ে দিয়েছে যে ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে, তা হলে তারা আর কী কী করতে পারে। আমার আর তা আলাদা করে বলার দরকার নেই।” প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ব্রহ্মস শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয়। এটি ভারতের ক্রমবর্ধমান নিজস্ব ক্ষমতার প্রতীক। তিনি বলেন, “গতি, নির্ভুল ভাবে নিশানায় আঘাত হানা এবং এর ক্ষমতা— এই তিনটির মিশেল ব্রহ্মসকে বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। ব্রহ্মস এখন ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার মেরুদণ্ড হয়ে উঠেছে।”
পহলেগাঁও হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে গত মে মাসে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নির্দিষ্ট কিছু জঙ্গিঘাঁটিতে আক্রমণ চালিয়েছিল ভারত। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গিঘাঁটিগুলি। তার পরে চার দিন ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ চলে। ওই সময়ে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ আবার নিজেকে প্রমাণ করেছে। শনিবার উত্তরপ্রদেশের লখনউয়ে তৈরি ‘ব্রহ্মস’-এর নতুন কারখানা থেকে প্রথম দফার ক্ষেপণাস্ত্রগুলি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনা হয়। সেখানে বক্তৃতা করার সময়েই ‘সিঁদুর অভিযান’-এর সময়ে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাফল্য স্মরণ করিয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী।
ভারত-পাক সাম্প্রতিক সংঘর্ষের সময়ে ‘ব্রহ্মস’-এর অবদানের উল্লেখ করে রাজনাথ বলেন, “অপারেশন সিঁদুর প্রমাণ করে দিয়েছে যে জয়ী হওয়া আমাদের কাছে আর কোনও ছোটখাটো ঘটনা নয়। জেতা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আজ গোটা দেশ বিশ্বাস করে যে আমাদের শত্রুরা আর ব্রহ্মস থেকে পালিয়ে বেড়াতে পারবে না। পাকিস্তানে প্রত্যেকটা ইঞ্চি এখন আমাদের ব্রহ্মসের নাগালের মধ্যে রয়েছে।” ভারতের তৈরি এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যে দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় পদক্ষেপ হিসাবে উঠে এসেছে, তা-ও মনে করিয়ে দেন রাজনাথ। রাজনাথের কথায়, এই আত্মবিশ্বাসই ‘সিঁদুর অভিযান’কে আরও জোরদার করে তুলেছিল।