Air India Flight

ওড়ার আগেই ‘যান্ত্রিক ত্রুটি’ এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানে! ক্ষোভ যাত্রীদের

বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। অভিযোগ, যাত্রীদের বিমানে এক ঘণ্টা অপেক্ষা করানোর পর নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। আর এই ঘটনা যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:১৫
Share:

এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে যাত্রীবিক্ষোভ। প্রতীকী ছবি।

ওড়ার আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিপত্তি। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, এক ঘণ্টা বিমানে অপেক্ষা করিয়ে তার পর নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার জন্য এক্স হ্যান্ডলে বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে, পরিচালনাগত কারণে বিমান ছাড়তে দেরি হয়েছে। দ্রুত এই সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে। পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়ে বিমান।

Advertisement

বিমান ছাড়তে দেরি হওয়ায় এবং যাত্রীদের অপেক্ষা করানোয় এক যাত্রী বিমান সংস্থাকে ট্যাগ করে পরিস্থিতির কথা জানান এক্সে। তখনই সংস্থার তরফে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়। এয়ার ইন্ডিয়া এআই ২৮৩৬ বিমানটি মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে চেন্নাই বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগের মুহূর্তেই বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বলে সূত্রের খবর।

বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। অভিযোগ, যাত্রীদের বিমানে এক ঘণ্টা অপেক্ষা করানোর পর নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এই ঘটনা যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement