দিল্লিতে ভেঙে পড়া সেই বাড়ির ছবি। ছবি: সংগৃহীত।
দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ভেঙে পড়া ভবনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা জানার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলার দিকে দিল্লির প্রীত বিহার এলাকায় আচমকা একটি বাড়ি ধসে পড়ে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এলাকায় গিয়ে দেখা যায়, কোনও বসতবাড়ি নয়, বরং জল বোর্ডের পুরনো দফতরের ফল্স সিলিং ভেঙে পড়েছে। শুরু হয় উদ্ধারকাজ। ওই সময় ভিতরে কেউ ছিলেন কি না, বা ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে পড়েছেন কি না— সে সব খতিয়ে দেখা শুরু হয়। তবে এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের খবর মেলেনি।
প্রসঙ্গত, মাস দুয়েক আগেই একটি সদ্য নির্মিত বাড়ি ভেঙে পড়েছিল নয়াদিল্লির জ্বালানগরে। বাড়ির তিন তলায় একটি হলঘর নির্মাণের সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এক মহিলা-সহ চার জন আহত হন। তারও আগে গত অগস্ট মাসে প্রবল বৃষ্টিতে দিল্লির হরিনগরে একটি বাড়ি ভেঙে পড়ে দুই শিশু-সহ আট জনের মৃত্যু হয়েছিল।