Satyendra Jain’s defamation case

বিজেপি সাংসদ বাঁশুরীর বিরুদ্ধে আপের প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্রর মানহানির মামলা খারিজ আদালতে

আপ নেতা সত্যেন্দ্রর অভিযোগ, ২০২৩ সালের ৫ অক্টোবর একটি টিভি সাক্ষাৎকারে নয়াদিল্লির বিজেপি সাংসদ বাঁশুরী তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য অবমাননাকর মন্তব্য করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬
Share:

(বাঁ দিকে) বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ, আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন (ডান দিকে)। —ফাইল ছবি।

বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজের বিরুদ্ধে দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের দায়ের করা ফৌজদারি মানহানির মামলা খারিজ করে দিল আদালত। ঘটনাচক্রে, ২৭ বছর পরে দিল্লিতে বিজেপির সরকার গঠনের দিনেই এল রাউস অ্যাভিনিউ আদালতের এই সিদ্ধান্ত।

Advertisement

সত্যেন্দ্রের অভিযোগ ছিল, ২০২৩ সালের ৫ অক্টোবর একটি টেলিভিশন সাক্ষাৎকারে নয়াদিল্লির বিজেপি সাংসদ স্বরাজ তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেছিলেন। আবেদনে সত্যেন্দ্র জানান, তাঁকে ‘দুর্নীতিগ্রস্ত এবং জালিয়াত’ বলেছেন স্বরাজ। অভিযোগ করেছেন যে তাঁর বাড়ি থেকে তিন কোটি টাকা নগদ, ১.৮ কেজি সোনা এবং ১৩৩টি সোনার মুদ্রা পাওয়া গেছে। কিন্তু ওই অভিযোগ মিথ্যা।

কিন্তু অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নেহা মিত্তাল বৃহস্পতিবার সত্যেন্দ্রের আবেদন খারিজ করে বলেন, ‘‘আবেদন খতিয়ে দেখেই প্রত্যাখ্যান ও খারিজের সিদ্ধান্ত।’’ প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ মে হাওয়ালার মাধ্যমে বেআইনি ভাবে টাকা লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছিলেন দিল্লির তৎকালীন মন্ত্রী সত্যেন্দ্র। জেলবন্দি অবস্থায় কয়েক মাস থাকার পরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement