পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি পেলেন তাহাউর রানা। —ফাইল চিত্র।
২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে অবশেষে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি দিল আদালত। দিল্লির পটীয়ালা হাউস কোর্ট সোমবার জানিয়েছে, রানা পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। এক বার ফোন করা যাবে। তিহাড় থেকে জেল কর্তৃপক্ষের যাবতীয় নিয়ম মেনে বাড়িতে ফোন করতে পারবেন রানা। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এক বার ফোনের বিষয়ে আপত্তি করেনি।
দীর্ঘ দিন আমেরিকার জেলে বন্দি ছিলেন ৬৪ বছরের পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানা। সম্প্রতি আমেরিকা থেকে তাঁকে ভারতে নিয়ে আসা হয়েছে। আপাতত তিনি তিহাড়ে আছেন। প্রথম থেকেই পরিবারের সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে আসছিলেন রানা। তাঁর আইনজীবী দাবি করেছিলেন, রানা বিদেশি নাগরিক। তাঁর স্বাস্থ্য নিয়ে তাঁর পরিবার চিন্তিত। তাই তাঁরা যোগাযোগ করতে চাইছেন। কিন্তু তদন্তকারী সংস্থা এতে আপত্তি জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, রানার মামলা অত্যন্ত সংবেদনশীল। পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে দিতে পারেন। সে ক্ষেত্রে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। তবে সোমবার রানার আবেদন মঞ্জুর করেছে দিল্লির আদালত।
তিহাড়ে রানার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে আসছিলেন তাঁর আইনজীবীরা। এর আগের শুনানির দিন আদালত জেল কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে একটি রিপোর্ট চেয়েছিল। সোমবার আদালত জানিয়েছে, রানার স্বাস্থ্য সংক্রান্ত দ্বিতীয় একটি রিপোর্ট আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে তিহাড় কর্তৃপক্ষকে।
রানার আবেদন মঞ্জুর করে সোমবার আদালত জানিয়েছে, আপাতত এক বার ফোন করতে পারবেন রানা। ফোনের সময়ে জেলের নিয়ম কঠোর ভাবে মানতে হবে। জেল কর্তৃপক্ষের নজরদারিতে পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন। রানার সঙ্গে পরিবারের ফোনে কথোপকথনের বিষয়েও আদালত রিপোর্ট চেয়েছে। তিহাড় কর্তৃপক্ষ এই সংক্রান্ত রিপোর্ট দিলে রানা নিয়মিত পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন কি না, আদালত তা বিবেচনা করে দেখবে। গত সপ্তাহের রানার জেল হেফাজতের মেয়াদ ৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছিল আদালত। তাঁকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে হাজির করানো হয়েছিল।