সিসিটিভিতে ধরা পড়া সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।
প্রকাশ্য রাস্তায় একই পরিবারের তিন জনকে হেনস্থা করা হল দিল্লিতে। জিমের মালিকানা নিয়ে বচসার জেরে জিমের মালিককে বেধড়ক মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হল তাঁর স্ত্রীর। পুত্র বাধা দিতে গেলে নগ্ন করে রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁকেও। গত শুক্রবার পূর্ব দিল্লির লক্ষ্মীনগরে ঘটনাটি ঘটেছে। এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। তার ভিত্তিতেই তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম রাজেশ গর্গ। লক্ষ্মীনগরে একটি বাড়ির বেসমেন্টে একটি জিম চালান রাজেশ। জিমটির দেখাশোনা করতেন সতীশ যাদব নামে এক ব্যক্তি। কিন্তু সতীশ তাঁকে প্রতারণা করে ব্যবসা দখলের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এই নিয়ে দু’জনের মধ্যে বিস্তর বিবাদও হয়েছিল। অভিযোগ, গত শুক্রবার রাজেশ ও তাঁর স্ত্রী যখন বেসমেন্টে যাচ্ছিলেন, সে সময় সতীশ-সহ কয়েক জন যুবক তাঁদের পিছু পিছু বেসমেন্টে ঢুকে পড়েন। তার পর দু’জনকে বেধ়ড়ক মারধর করা হয়। রাজেশের স্ত্রীয়ের শ্লীলতাহানিও করা হয়। চিৎকার-চেঁচামেচি শুনে দম্পতির ছেলে নীচে নেমে আসেন। তখন অভিযুক্তেরা তাঁকে ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে যান। তার পর প্রকাশ্য রাস্তায় তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, যে ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
ভিডিয়োয় দেখা গিয়েছে, চার-পাঁচ জনের একটি দল এক তরুণকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মারধর করছে। একের পর এক লাথি, ঘুষি মারা হচ্ছে তাকে। রাজেশ সাংবাদিকদের বলেন, “২ জানুয়ারি বিকেল ৩টে থেকে সাড়ে ৩টের মধ্যে ঘটনাটি ঘটে। আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ওরা এসে আমাকে মারতে শুরু করে। আমার জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়।’’ রাজেশের কথায়, ১০ দিন পর তাঁর ছেলের বিয়ে। অথচ তাঁকেও রেয়াত করেনি অভিযুক্তেরা। লক্ষ্মীনগর থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছেন রাজেশ। তদন্তে নেমে মূল অভিযুক্ত সতীশকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন অভিযুক্তের খোঁজ চলছে।