Delhi Police Commissioner

মুখ্যমন্ত্রী রেখার উপর হামলার ঘটনার জের! দায়িত্ব থেকে সরানো হল দিল্লির পুলিশ কমিশনারকে

১৯৯২ ব্যাচের আইপিএস নতুন পুলিশ কমিশনার গোলচা। পুলিশ কমিশনার হওয়ার আগে ডেপুটি পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার এবং স্পেশ্যাল কমিশনারের (আইনশৃঙ্খলা এবং গোয়েন্দা) দায়িত্বও সামলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৮:৫১
Share:

দিল্লির নতুন পুলিশ কমিশনার সতীশ গোলচা। ছবি: সংগৃহীত।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের উপর হামলার ঘটনার এক দিন পরেই সরিয়ে দেওয়া হল পুলিশ কমিশনার (সিপি) এসবিকে সিংহকে। তাঁর জায়গায় নতুন সিপি হলেন সতীশ গোলচা।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বলা হয়েছে, ‘‘দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ করা হচ্ছে আইপিএস সতীশ গোলচাকে। বর্তমানে তিনি কারা বিভাগের ডিজি পদে কর্মরত।’’

১৯৯২ ব্যাচের আইপিএস নতুন পুলিশ কমিশনার গোলচা। পুলিশ কমিশনার হওয়ার আগে ডেপুটি পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার এবং স্পেশ্যাল কমিশনারের (আইনশৃঙ্খলা এবং গোয়েন্দা) দায়িত্বও সামলেছেন। তিনি এজিএমইউটি (অরুণাচল প্রদেশ, গোয়া, মিজ়োরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল) ক্যাডারের আইপিএস। ঘটনাচক্রে, তাঁর পূর্বসূরি এসবিকে সিংহও ছিলেন একই ক্যাডারের আইপিএস।

Advertisement

২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার সময় গোলচা ছিলেন দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার। গত বছরের এপ্রিলে তাঁকে ডিরেক্টর জেনারেল (কারা) পদে নিয়োগ করা হয়। তাঁর পূর্বসূরি এসবিকে সিংহ ছিলেন ১৯৮৮ ব্যাচের আইপিএস। হোমগার্ডের ডিজির পাশাপাশি পুলিশ কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল সিংহকে। গত ১ অগস্ট থেকে তিনি নতুন কমিশনারের দায়িত্ব নেন।

প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী রেখার উপর বুধবার হামলার ঘটনা ঘটে। তাঁর বাসভবনে ঢুকে হামলা চালান গুজরাতের এক যুবক সাকারিয়া রাজেশভাই খিমজি। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠতে শুরু করে। সরকারি বাসভবনে ঢুকে মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয় দিল্লি পুলিশকে। সেই ঘটনার এক দিনের মধ্যেই সরিয়ে দেওয়া হল পুলিশ কমিশনারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement