দিল্লিতে নিষিদ্ধ হল খৈনি, জর্দা, পান মশলা, গুটখা

আগামী এক বছরের জন্য দিল্লিতে নিষিদ্ধ হল খৈনি, জর্দা, পান মশলা, গুটখা এবং চিবানো যায় এমন সব ধরণের তামাকের উত্পাদন, বিক্রি এবং স্টোরেজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ১২:৩৯
Share:

আগামী এক বছরের জন্য দিল্লিতে নিষিদ্ধ হল খৈনি, জর্দা, পান মশলা, গুটখা এবং চিবানো যায় এমন সব ধরণের তামাকের উত্পাদন, বিক্রি এবং স্টোরেজ।

Advertisement

দিল্লি সরকারে খাদ্য সুরক্ষা দফতর এই মর্মে একটি নোটিস জারি করেছে। আন-প্যাক চিবানোর তামাকও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। নিষিদ্ধ হল তামাক মিশ্রিত যে কোনও সুগন্ধী বা ফ্লেভারড দ্রব্য।

আরও পড়ুন-টিকিট কাটছে ওরা কারা! ভূত তাড়াতে অডিট রেলে

Advertisement

দিল্লির খাদ্য সুরক্ষা কমিশনার মৃণালিণী দর্শয়াল জানিয়েছেন, এই ধরণের নেশার দ্রব্য যে শুধুমাত্র ক্রেতাদের স্বাস্থ্যে মারাত্মক ক্ষতি করে তাই নয়, বদলে ফেলতে পারে ভবিষ্যত্ প্রজন্মের জিনের গঠনও। সামগ্রিকভাবে রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement