ডি কোল্ড, ভিক্স, কোরেক্সের উপর নিষেধাজ্ঞা স্থগিত করে দিল হাইকোর্ট

৩৪৪ ধরনের ওষুধের উপর নিষেধাজ্ঞা স্থগিত করে দিল দিল্লি হাইকোর্ট। ডি কোল্ড, ভিক্স অ্যাকশন ৫০০ এক্সট্রা, কোরেক্স, বেনাড্রিল-সহ এই সব ফিক্সড ড্রাগ আগামী সোমবার পর্যন্ত কেনাবেচা করা যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ১৮:২০
Share:

৩৪৪ ধরনের ওষুধের উপর নিষেধাজ্ঞা স্থগিত করে দিল দিল্লি হাইকোর্ট। ডি কোল্ড, ভিক্স অ্যাকশন ৫০০ এক্সট্রা, কোরেক্স, বেনাড্রিল-সহ এই সব ফিক্সড ড্রাগ আগামী সোমবার পর্যন্ত কেনাবেচা করা যাবে। সোমবার জানিয়েছে আদালত। নিষেধাজ্ঞার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার

Advertisement

গত ১০ মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৩৪৪টি ফিক্সড ড্রাগ কম্বিনেশনের উৎপাদন, বিক্রি ও বণ্টনের উপর নিষেধাজ্ঞা জারি করে। স্বাস্থ্য মন্ত্রক জানায়, এই সব ওষুধগুলিতে বিভিন্ন অসুস্থতার নিরাময় হয় বলে যে দাবি করা হয়, সে দাবির কোনও চিকিৎসা বিজ্ঞান সম্মত যৌক্তিকতা নেই। ৩৪৪ ধরনের ড্রাগের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিভিন্ন সংস্থার তৈরি প্রায় ৬০০০ রকমের ওষুধ বাতিল হওয়ার মুখে পড়ে। এর প্রতিবাদে ৫০টি ওষুধ উৎপাদক সংস্থা আদালতের দ্বারস্থ হয়। দিল্লি হাইকোর্ট সোমবার জানিয়েছে, আগামী সোমবার এই মামলার আবার শুনানি হবে। তত দিন পর্যন্ত ওষুধ উৎপাদন, বিক্রি ও বণ্টনে কোনও নিষেধাজ্ঞা থাকছে না।

যে সব ওষুধের উপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নিষেধাজ্ঞা জারি করেছে, সেগুলি শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেলে ভারতীয় ওষুধ শিল্প ৩৮০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement