Unnao Rape Case

উন্নাও ধর্ষণকাণ্ড: যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কুলদীপের সাজা মুকুব করল দিল্লি হাই কোর্ট, তবে এখনই জেলমুক্তি নয়

২০১৭ সালের জুনে উন্নাও জেলায় এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় কুলদীপকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। যাবজ্জীবন সাজাও শুনিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৯
Share:

উন্নাওকাণ্ডে অভিযু্ক্ত বিজেপি নেতা কুলদীপ সেঙ্গার। —ফাইল চিত্র।

ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত উত্তরপ্রদেশের উন্নাওয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে জামিন দিল দিল্লি হাই কোর্ট। এই মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও স্থগিত করল দিল্লির উচ্চ আদালত। তবে জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর।

Advertisement

মঙ্গলবার দিল্লি হাই কোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ কুলদীপের জামিন মঞ্জুর করে। ২০১৯ সালের ডিসেম্বরে উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনায়। সেই সাজা মুকুব করল দিল্লি হাই কোর্ট। তবে জামিন দিলেও কুলদীপের উপর বেশ কয়েকটি শর্ত চাপিয়েছে আদালত। হাই কোর্ট ১৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে কুলদীপের সাজা মুকুব করেছে। আদালত আরও জানিয়েছে, উন্নাওয়ের নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না কুলদীপ। নির্যাতিতার পরিবারকে হুমকি না-দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

২০১৭ সালের জুনে উন্নাও জেলায় এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় কুলদীপকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। ২০১৯ সালে ১ অগস্ট উন্নাওয়ে ধর্ষণ এবং অন্যান্য মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Advertisement

গণধর্ষণকাণ্ডের পর পুলিশ হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাতেও দোষী সাব্যস্ত হন কুলদীপ। যাবজ্জীবনের পাশাপাশি অতিরিক্ত ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। একই মামলায় কুলদীপের ভাই অতুল-সহ সাত জনকে অনিচ্ছাকৃত হত্যা, অপরাধমূলক কার্যকলাপ এবং ইচ্ছাকৃত ভাবে ক্ষতিসাধন-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়। ধর্ষণকাণ্ডের সাজা থেকে মুক্তি পেলেও নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাতে সাজা ভোগ করতে হবে তাঁকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টেই আবেদন করেছেন কুলদীপ, যা এখনও বিচারাধীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement