Delhi Assembly Election 2025

প্রার্থী কেনার অভিযোগ আপের, মানহানির পাল্টা অভিযোগ বিজেপির! তদন্ত হবে, বললেন উপরাজ্যপাল

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরীওয়াল বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন, গণনার আগেই বিজেপি তাঁর দল ভাঙানোর চেষ্টা করছে। আপের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪
Share:

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল এবং দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রার্থী কেনাবেচার চেষ্টা করছে বিজেপি! বিধানসভা ভোটের ফলপ্রকাশের আগে আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে দিল্লির রাজনীতিতে। পাল্টা অভিযোগ করেছে বিজেপিও। অভিযোগ-পাল্টা অভিযোগের আবহে বিষয়টি নিয়ে তদন্তের অনুমোদন দিলেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। তিনি জানান, ভোটের ফলপ্রকাশের আগে যে অভিযোগ উঠেছে, তা অবশ্যই তদন্তের দাবি রাখে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অভিযোগগুলি তদন্ত করে দেখা।

Advertisement

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরীওয়াল বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন, গণনার আগেই বিজেপি তাঁর দল ভাঙানোর চেষ্টা করছে। আপের ‘সম্ভাব্য জয়ী’ প্রার্থীদের সঙ্গে তারা যোগাযোগ করা শুরু করেছে। দলবদলের জন্য প্রত্যেককে ১৫ কোটি টাকার টোপ দেওয়া হয়েছে! আপ প্রধানের অভিযোগ, ‘‘আমাদের দলের ১৬ জন প্রার্থীকে ফোন করে বলা হয়েছে, বিজেপিতে যোগ দিলে ১৫ কোটি টাকা দেওয়া হবে। সেই সঙ্গে মিলবে মন্ত্রীর পদ।’’ কেজরীওলাল একা নন, তাঁর দলের সদস্যেরাও একই অভিযোগ তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন। দাবি, তাঁদের টাকার টোপ দিয়ে দলবদলের প্রস্তাব দেওয়া হচ্ছে।

আপের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি। পদ্মশিবিরের দাবি, দিল্লিতে আপ হারতে চলেছে, তা বুঝেই এ- হেন অভিযোগ করছেন কেজরীওয়াল। বিজেপির দিল্লি প্রদেশ সভাপতি বীরেন্দ্র সচদেব শুক্রবার আপ নেতাদের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘‘আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব। অন্য দলের বিধায়কদের সাহায্যের প্রয়োজন হবে না।’’ শুধু তা-ই নয়, বিজেপির আরও অভিযোগ, আপের এ-হেন প্রচারে তাদের দলের মানহানি হচ্ছে। নির্বাচনের ফলপ্রকাশের আগে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে আপ! তার পরই দিল্লির উপরাজ্যপাল বিষয়টি নিয়ে তদন্তের অনুমোদন দিলেন।

Advertisement

বুধবার দিল্লি বিধানসভার ৭০টি আসনে ভোট হয়েছে। কমিশন জানিয়েছে, ৬০.৪২ শতাংশ ভোট পড়েছে। শনিবার গণনার আগে দু’শিবিরই জয়ের দাবি করলেও অধিকাংশ বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, আপকে সরিয়ে এ বার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। তবে বুথফেরত সমীক্ষার পূর্বাভাস মেলে, না কি দিল্লিতে আপ তৃতীয় বার সরকার গড়ে, তা স্পষ্ট হবে শনিবার ভোটগণনার শেষেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement