Online Shopping

অনলাইনে ১৭ হাজার টাকার ফোনের অর্ডার দিয়েছিলেন যুবক, হাতে পেলেন সাবান আর বিস্কুট!

পুলিশ সূত্রে খবর, গত ১১ ফেব্রুয়ারি শেখ সরাই নামে এক কলেজপড়ুয়া অনলাইন সংস্থায় ফোনের অর্ডার দিয়েছিলেন। পর দিন যুবককে এক ব্যক্তি ফোন করে জানান, তাঁর অর্ডার দেওয়া ফোন এসে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১২:৩৯
Share:

অনলাইনে কেনাকাটায় প্রতারণার শিকার যুবক। প্রতীকী ছবি।

অনলাইনে কেনাকাটার চল বিপুল পরিমাণে বেড়েছে। অনেকেই তাঁদের প্রয়োজনীয় জিনিস অনলাইনে কেনেন। তেমনই অনলাইনে ফোন কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির এক পড়ুয়া। ফোন বাছাইয়ের পর্ব শেষে ১৭ হাজার টাকা দিয়ে অনলাইনে একটি ফোন বুক করেন। কিন্তু অভিযোগ, ফোন তো পানইনি, উল্টে তার পরিবর্তে তার হাতে এসেছে সাবান আর এক প্যাকেট বিস্কুট! তার পরই অনলাইন সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই যুবক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ১১ ফেব্রুয়ারি শেখ সরাই নামে এক কলেজপড়ুয়া অনলাইন সংস্থায় ফোনের অর্ডার দিয়েছিলেন। পরদিন যুবককে এক ব্যক্তি ফোন করে জানান, তাঁর অর্ডার দেওয়া ফোন এসে গিয়েছে। তখন যুবক ওই ব্যক্তিকে জানান, তিনি বাড়িতে নেই। পরদিন যেন ফোন নিয়ে আসেন তাঁর ঠিকানায়। সেই কথামতো পর দিন ফোন নিয়ে আসেন ওই ব্যক্তি। সরাইয়ের হাতে ফোনের বাক্স ধরিয়ে দেন। ফোন পাওয়ার পর ১৬ হাজার ৬৮০ টাকা ওই ব্যক্তির হাতে দেন বলে দাবি সরাইয়ের।

তার পর ফোনের বাক্স খুলতেই চমকে ওঠেন সরাই। ফোন তো ছিলই না, বরং সেই বাক্সের মধ্যে ভরে দেওয়া হয়েছিল একটি সাবান এবং বিস্কুটের প্যাকেট। পড়ুয়ার অভিযোগ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ফোন করেন। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। সংস্থাকেও বিষয়টি জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement