Delhi Murder

Murder: আর এক টুকরো রুটি চাই, না পেয়ে ছুরি মেরে খুন খাস দিল্লিতে!

অতিরিক্ত রুটি দিতে অস্বীকার করলে মুন্নাকে ছুরি মারেন অভিযুক্ত যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৩:১৪
Share:

প্রতীকী ছবি।

রাজ্যপাট নয়, ধনসম্পদ নয়, স্রেফ এক টুকরো রুটির জন্য এক ব্যক্তি ছুরি মেরে হত্যা করল আর এক ব্যক্তি! ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দিল্লির করোল বাগ অঞ্চলে।

Advertisement

দু’জন ব্যক্তি রিকশায় বসে খাচ্ছিলেন। সেই সময় একজন মদ্যপ ব্যক্তি তাঁদের কাছে খাবার চান। দু’জন ব্যক্তির মধ্যে মুন্না নামের একজন সেই মদ্যপ ব্যক্তিকে একটি রুটি খেতে দেন। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে মদ্যপ ব্যক্তিটি আর একটি রুটি চান। তা দিতে ওই দু’জন ব্যক্তি রাজি না হলে তাঁদের ওপর ছুরি নিয়ে চড়াও হন অভিযুক্ত। ছুরিকাহত হয়ে গুরুতর জখম হন মুন্না। ৪০ বছর বয়সি মুন্নাকে সেই অবস্থায় দিল্লির আরএমএল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সেন্ট্রাল দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার, শ্বেতা চৌহান জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে করোল বাগের একটি প্রমোদ উদ্যান থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম ফিরোজ আলম (২৬)। তিনি আদতে আগ্রার বাসিন্দা।

Advertisement
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement