National News

দশ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এই পুলিশ কমিশনার

পুলিশ হেড কোয়ার্টার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দিল্লির এক পুলিশ কমিশনার। পুলিশসূত্রে পাওয়া খবর অনুযায়ী, নয়াদিল্লির আইটিও-তে পুলিশ কোয়ার্টারের দশ তলা থেকে ঝাঁপ দেন প্রেমবল্লভ নামের ওই অ্যাডিশনাল পুলিশ কমিশনার। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৯:২৫
Share:

প্রেমবল্লভ নামের ওই অ্যাডিশনাল পুলিশ কমিশনার। 

পুলিশ হেড কোয়ার্টার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দিল্লির এক পুলিশ কমিশনার। পুলিশসূত্রে পাওয়া খবর অনুযায়ী, নয়াদিল্লির আইটিও-তে পুলিশ কোয়ার্টারের দশ তলা থেকে ঝাঁপ দেন প্রেমবল্লভ নামের ওই অ্যাডিশনাল পুলিশ কমিশনার।

Advertisement

কোয়ার্টারের মেনগেটের ঠিক উপর থেকেই উদ্ধার করা হয় ওই পুলিশ কমিশনারকে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন ওই পুলিশ কমিশনার। কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিলেন ওই পুলিশকর্মী তার তদন্তও শুরু করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: ভিডিয়োর নগ্ন মহিলা তিনি নন, আড়াই বছর লড়ে প্রমাণ দিলেন সন্তানদের

দিল্লি পুলিশের জেসিপি রাজেশ খুরানা জানিয়েছেন, সকাল ১০টা ১৫ নাগাদ দশ তলা থেকে ঝাঁপ দেন প্রেমবল্লভ।

উত্তরাখন্ডের আলমোড়ায় জন্ম প্রেমবল্লভের। দিল্লির মৌজপুরে পরিবারকে সঙ্গে নিয়ে থাকতেন এই পুলিশ অফিসার। দিল্লি পুলিশের ক্রাইম এবং ট্রাফিক বিভাগের দেখভাল করতেন প্রেমবল্লভ। কর্মক্ষেত্রে পারদর্শিতার জন্য ২০১৬ সালে মেডেলও জিতে ছিলেন এই এসিপি।

আরও পড়ুন: পর্ন সাইট বন্ধে কমছে ভিউয়ার, ভারত সরকারের সঙ্গে কাজ করতে চায় পর্ন হাব

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, দীর্ঘ দিন ধরে মানসিক আর শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন এই পুলিশকর্মী। স্বেচ্ছাবসরের জন্যও আবেদন করেছিলেন প্রেমবল্লভ। অভিযোগ, তাঁকে স্বেচ্ছাবসর নিতে দেওয়া হয়নি দিল্লি পুলিশের তরফে।

জেসিপি রাজেশ খুরানা আরও জানিয়েছেন যে, মানসিক অবসাদে ভুগছিলেন প্রেমবল্লভ। জিটিবি হাসপাতালে তাঁর চিকিৎসা হচ্ছিল বলেও জানিয়েছেন তিনি।

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদেরদেশবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন