ISIS Terrorist Arrested

ভারতে বসে নাশকতার ছক? রাঁচী থেকে ধরা পড়ল সন্দেহভাজন আইএস জঙ্গি! দিল্লিতে ধৃত আরও ১

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে রাঁচী থেকে আসহার দানিশ নামে ওই যুবককে ধরা হয়েছে। বোকারো জেলার পেটওয়ারের বাসিন্দা দানিশের নামে দিল্লিতে একটি মামলা দায়ের হয়েছিল। সেই সূত্রে বহুদিন ধরেই তাঁর খোঁজ করছিল পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬
Share:

বুধবার সকালে রাঁচী থেকে আসহার দানিশ নামে ওই যুবককে ধরা হয়েছে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতে বসে নাশকতার ছক কষছিল দুই যুবক! গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাদেরই একজনকে ঝাড়খণ্ডের রাঁচী থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল, ঝাড়খণ্ড সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) এবং রাঁচী পুলিশের যৌথ দল। একই দিনে দিল্লি থেকে ধরা পড়ল অন্য জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই দুই যুবক জঙ্গি সংগঠন আইএস-এর সঙ্গে যুক্ত। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে রাঁচী থেকে আসহার দানিশ নামে ওই যুবককে ধরা হয়েছে। বোকারো জেলার পেটওয়ারের বাসিন্দা দানিশের নামে দিল্লিতে একটি মামলা দায়ের হয়েছিল। সেই সূত্রে বহুদিন ধরেই তার খোঁজ করছিল পুলিশ। শেষমেশ গোয়েন্দা সূ্ত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাঁচী থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। দানিশের সম্ভাব্য জঙ্গিযোগের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

অন্য দিকে, একই দিনে দিল্লি থেকে ধরা পড়েছেন আফতাব নামে আর এক সন্দেহভাজন। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি। তদন্তকারীদের অনুমান, আফতাব ও দানিশ দু’জনেই আইএস-এর সঙ্গে যুক্ত ছিল। আইএস সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখত তারা। অভিযোগ, ভারতে ওই জঙ্গি সংগঠনের হয়ে নানা নাশকতার ছক কষতেও সাহায্য করত তারা। আপাতত তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement