ISIS module busted in Delhi

দিল্লিতে আবার নাশকতার ছক ফাঁস! গোয়েন্দা তথ্য মিলতেই পুলিশি অভিযান, ধৃত দুই আইএস জঙ্গি

দিল্লি পুলিশের দাবি, ধৃতদের জেরা করে এবং উদ্ধার করা নথিপত্র, বিস্ফোরক এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিন সরঞ্জাম দেখে মনে করা হচ্ছে, কোনও বড় ধরনের হামলা চালাতেই তারা এসেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১২:৫১
Share:

প্রতীকী ছবি।

দেশের রাজধানীর বুকে আবার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর নাশকতার ছক প্রকাশ্যে এল। শুক্রবার সকালে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল দুই সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে। তারা দিল্লির সুরক্ষাগত ভাবে স্পর্শকাতর এলাকায় হামলার ষড়যন্ত্রে জড়িত ছিল বলে পুলিশের দাবি।

Advertisement

দিল্লি পুলিশের তরফে শুক্রবার জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েই এই সাফল্য মিলেছে। সাদিক নগর এলাকা থেকে ধৃত দুই সন্দেহভাজন সন্ত্রাসবাদী জানিয়েছে, তাদের বাড়ি ভোপালে। দু’জনেই নিজেদের নাম আদনান বলে দাবি করেছে! দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘ধৃতদের জেরা করে এবং উদ্ধার করা নথিপত্র দেখে মনে করা হচ্ছে, কোনও বড় ধরনের হামলা চালাতেই তারা এসেছিল।’’ ধৃতদের কাছ থেকে বিস্ফোরক এবং তা ব্যবহারের আধুনিক বৈদ্যুতিন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ওই পুলিশকর্তার দাবি, নাশকতার ষড়যন্ত্রে আরও কয়েক জন আইএস জঙ্গি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৮ সালে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দিল্লিতে নাশকতার পরিকল্পনায় আসা দুই আইএস সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছিল। তাঁরা এশিয়ার বৃহত্তম জঙ্গিগোষ্ঠীটির আবুধাবি মডিউলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে এনআইএ চার্জশিটে দাবি করা হয়। বিচারে তাঁদের সাজাও হয়। ২০২০ সালে দিল্লি থেকেই আইএস সন্ত্রাসবাদী মুস্তাকিম খান ওরফে আবু ইউসুফকে গ্রেফতার করা হয়েছিল। ২০২৩ সালে দিল্লি পুলিশের জালে ধরা পড়েছিল এনআইএ-র ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা আইএসের পুণে মডিউলের নেতা মহম্মদ শাহনওয়াজ ওরফে শফিউজ্জমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement