Delhi Blast

বিস্ফোরণের আগে মসজিদে যান উমর, দিল্লিকাণ্ডে নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে! ঘটনাস্থল থেকে মিলল আরও দেহাংশ

উমরের গাড়িটি দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা ২৮ মিনিট পর্যন্ত পার্ক করা ছিল লালকেল্লার কাছে সুনেহরি মসজিদ পার্কিং লটে। সম্ভবত ফৈজ়-ই-ইলাহি থেকে সরাসরি সেখানেই চলে যান উমর। ঘটনাচক্রে, এর কিছু ক্ষণ পরেই সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ বিস্ফোরণ হয় উমরের গাড়িতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১১:০১
Share:

সিসিটিভিতে ধরা পড়া সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

দিল্লির লালকেল্লার অদূরে বিস্ফোরণের ঘটনায় এ বার প্রকাশ্যে এল নতুন সিসিটিভি ফুটেজ। জানা গেল, সোমবার সন্ধ্যায়, বিস্ফোরণের ঠিক আগে একটি মসজিদে ঢুকেছিলেন সেই ‘ঘাতক’ গাড়ির চালক উমর উন-নবি। পুরনো দিল্লির ওই চত্বরে হেঁটেও বেড়িয়েছিলেন। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

Advertisement

বৃহস্পতিবার প্রকাশ্যে আসা ওই ফুটেজে দেখা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পুরনো দিল্লির তুর্কমান গেট এলাকার ফৈজ়-ই-ইলাহি মসজিদের দিকে ধীরপায়ে হেঁটে যাচ্ছেন উমর। কোনও দিকে না তাকিয়ে রাস্তা ধরে সোজা হেঁটে যাচ্ছেন তিনি, পরনে কালো পোশাক। মাঝে এক বার মাথা ডান দিকে ঘোরাচ্ছেন, তখনই সিসিটিভিতে তাঁর মুখ ধরা পড়ছে। তার পর ফের সামনে হেঁটে যাচ্ছেন তিনি। তার পর তাঁকে আর দেখা যায়নি। তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণের আগে ওই মসজিদেই গিয়েছিলেন উমর— দিল্লিকাণ্ডের অন্যতম অভিযুক্ত।

জানা গিয়েছে, উমরের গাড়িটি দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা ২৮ মিনিট পর্যন্ত পার্ক করা ছিল লালকেল্লার কাছে সুনেহরি মসজিদ পার্কিং লটে। সম্ভবত ফৈজ়-ই-ইলাহি থেকে সরাসরি সেখানেই চলে যান উমর। ঘটনাচক্রে, এর কিছু ক্ষণ পরেই সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ বিস্ফোরণ হয় উমরের গাড়িতে।

Advertisement

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার বিস্ফোরণস্থলের অদূরে লাজপত রাই বাজার থেকে আরও দেহাংশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক এবং দিল্লি পুলিশের যৌথ দল। এখনও সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। অন্য দিকে, সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বিস্ফোরণে আহত এক ব্যক্তির। ফলে সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement