নয়াদিল্লি স্টেশনে শিশুকে কোলে নিয়ে ট্রেনে ওঠার ধুম। শনিবার। ছবি: পিটিআই।
নয়াদিল্লি স্টেশনে শনিবার রাতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহতেরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে মৃত এই ১৮ জনের নাম এবং পরিচয় প্রকাশ করেছে দিল্লি পুলিশ। দেখা যাচ্ছে, মৃতেরা অধিকাংশ হয় বিহার (ন’জন), অথবা দিল্লির বাসিন্দা (আট জন)। এক জন হরিয়ানার বাসিন্দা। তাঁদের মধ্যে সাত বছরের শিশু থেকে ৭৯ বছরের বৃদ্ধা— সব বয়সের মানুষ আছেন।
দিল্লি পুলিশের প্রকাশিত তালিকা অনুযায়ী নয়াদিল্লিতে মৃতেরা হলেন—
এই ১৮ জনের মধ্যে কেউ কেউ কুম্ভ থেকে স্নান সেরে ফিরছিলেন, কেউ আবার কুম্ভের দিকে যাচ্ছিলেন। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে কুম্ভযাত্রীদের ভিড়ে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, পর পর দু’টি ট্রেন সময়ে আসেনি। তৃতীয় ট্রেন স্টেশনে ঢুকতেই শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের ধাক্কায় লোকজন পড়ে গিয়েছিলেন। তাঁদের মাড়িয়ে চলে যান বাকিরা। রেলের তরফে ইতিমধ্যে মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, যাঁদের আঘাত গুরুতর, তাঁরা আড়াই লক্ষ এবং যাঁদের আঘাত ছোটখাটো, তাঁরা এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। শনিবারের ঘটনার তদন্তের জন্য দুই সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল।