৪৬ হাজার কোটির অস্ত্র কিনছে দিল্লি

বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই ‘কৌশলগত অংশীদারি’ প্রকল্পে ‘ইউটিলিটি’ হেলিকপ্টার তৈরির উদ্যোগই প্রথম পদক্ষেপ।

Advertisement
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০৬:৪০
Share:

নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

মোট ৪৬ হাজার কোটি টাকার অস্ত্র উৎপাদন ও কেনায় শনিবার সায় দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় পরিষদ। তার মধ্যে রয়েছে নৌসেনার ১১১টি ‘ইউটিলিটি’ হেলিকপ্টার। বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই ‘কৌশলগত অংশীদারি’ প্রকল্পে ‘ইউটিলিটি’ হেলিকপ্টার তৈরির উদ্যোগই প্রথম পদক্ষেপ। এ ছাড়া নৌসেনার জন্য ডুবোজাহাজের মোকাবিলায় সক্ষম ২৪টি হেলিকপ্টার কিনবে কেন্দ্র। সেনার জন্য দেশীয় প্রযুক্তিতে ১৫০টি উন্নত মানের কামান তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement