Delhi Air Pollution

দীপাবলির আগেই বিষ বাড়ছে দিল্লিতে! বাতাসের গুণগত মান খারাপ পর্যায়ে পৌঁছতেই আতঙ্কিত রাজধানী

শনিবার দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) খারাপ পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-এর তথ্য বলছে, শনিবার সকালে অক্ষরধামের আশপাশে একিউআই ছিল ২৩০।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৯:১২
Share:

ধোঁয়াশায় ঢাকা দিল্লি। ছবি: পিটিআই।

দীপাবলির আগেই দিল্লির বাতাসে দূষণের ছবিটা বদলাতে শুরু করেছে। রাজধানীর বাতাসে বিষের পরিমাণ ক্রমে বাড়ছে। ফলে রাজধানীবাসিরা ইতিমধ্যেই আতঙ্কে ভুগতে শুরু করেছেন, আগামী দিনগুলিতে পরিস্থিতি কী হতে চলেছে। শনিবার দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) খারাপ পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-এর তথ্য বলছে, শনিবার সকালে অক্ষরধামের আশপাশে একিউআই ছিল ২৩০। যা খারাপের পর্যায়ে পড়ে।

Advertisement

সিপিসিবি-র তথ্য বলছে, জওহরলাল নেহরু স্টেডিয়ামের কাছে একিউআই ছিল ২৫২। আনন্দ বিহারের কাছে একিউআই ছিল ৩৮৪। যা অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। দীপাবলির আগে বাতাসে দূষণের মাত্রা বাড়তে থাকায় আতঙ্কও বাড়ছে। দীপাবলিতে দূষণ পরিস্থিতির কথা মাথায় রেখেই সবুজবাজি পোড়ানোর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে। ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বাজি পোড়ানোর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বাজি পোড়ানোর সময়ও বেঁধে দেওয়া হয়েছে।

শুধু দিল্লিই নয়, এনসিআরেও বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে একিউআই ছিল ৩০৬। যা অত্যন্ত খারাপ। নয়ডায় ২৭৮, গুরুগ্রামে ২৬৬। সিপিসিবি-র তথ্য অনুযায়ী, একিউআই যদি ০-৫০ থাকে, তা হলে সেটি ভাল। ৫১-১০০ হলে সন্তোষজনক। ১০১-২০০ হলে মাঝারি। ২০১-৩০০ হলে খারাপ। ৩০১-৪০০ হলে অত্যন্ত খারাপ। ৪০১-৫০০ হলে ভয়ানক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement