তৃণমূলের কাছে

ছেলের মৃত্যুর সুবিচারের দাবি ও সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর ‘ভুল’ বিবৃতির প্রতিবাদে রাজনৈতিক জনমত গঠনে তৃণমূলের দ্বারস্থ রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা।

Advertisement
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০৪:১৭
Share:

ছেলের মৃত্যুর সুবিচারের দাবি ও সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর ‘ভুল’ বিবৃতির প্রতিবাদে রাজনৈতিক জনমত গঠনে তৃণমূলের দ্বারস্থ রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিতের মৃত্যু নিয়ে গত সপ্তাহে সংসদে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছিল সিপিএম ও কংগ্রেস। গত শনিবার সনিয়া গাঁধী ও জেডিইউ নেতা কে সি ত্যাগীর সঙ্গে দেখা করার পর আজ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে দেখা করেন রাধিকারা। পরে ডেরেক বলেন, ‘‘রোহিতের মৃত্যুর বিচার চাইতে আগামী দিনে সংসদে সরব হবে দল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement