Student Suicide

পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে চারতলা থেকে ঝাঁপ বেঙ্গালুরুর দন্তচিকিৎসক ছাত্রীর! মৃত্যু

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সৌম্যা। ২০ বছর বয়সি তরুণী কেএলই ডেন্টাল কলেজে পড়তেন। দ্বিতীয় বর্ষের ছাত্রীর পরীক্ষা ছিল সামনেই। রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ফ্ল্যাটের চারতলা থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৫:৪৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরীক্ষা নিয়ে মানসিক চাপে ছিলেন। সেই কারণে আত্মহত্যা করলেন ২০ বছরের এক দন্তচিকিৎসক পড়ুয়া। রবিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সৌম্যা। ২০ বছর বয়সি তরুণী কেএলই ডেন্টাল কলেজে পড়তেন। দ্বিতীয় বর্ষের ছাত্রীর পরীক্ষা ছিল সামনেই। রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ফ্ল্যাটের চারতলা থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ডাক্তারি পড়ুয়ার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর উঠে এসেছে ছাত্রীর মানসিক উদ্বেগের কথা। পরিবারের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিয়ে বেশ কিছু দিন উদ্বেগের মধ্যে ছিলেন ছাত্রী। মাঝেমধ্যে তাঁকে কান্নাকাটি করতে দেখেছেন পরিবারের সদস্যেরা। পরীক্ষা নিয়ে মারাত্মক চাপে ছিলেন সৌম্যা। সেখান থেকেই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল খারাপ হওয়ায় গত এক মাসের মধ্যে কর্নাটকে বেশ কয়েক জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন। যদিও এই ঘটনাগুলির প্রেক্ষিতে কর্নাটকের শিক্ষামন্ত্রী মধু বঙ্গরাপ্পা বিবৃতি দেন, তাঁরা কাউকে ‘অনুত্তীর্ণ’ বলে মার্কশিটে ঘোষণা করেননি। এ বার তিন দফায় পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম দফার পরীক্ষায় কারা পাশ করেছেন, শুধুমাত্র তাঁদের নামের তালিকা দেওয়া হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement