উপ-মুখ্যমন্ত্রীর পদ জুটল না সিধুর কপালে

ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন। কিন্তু পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রীর পদ জুটল না নভজ্যোত সিংহ সিধুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০৩:২০
Share:

সূচনায়: শপথ নেওয়ার পরে প্রসাদ। বৃহস্পতিবার পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। ছবি: পিটিআই।

ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন। কিন্তু পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রীর পদ জুটল না নভজ্যোত সিংহ সিধুর।

Advertisement

বিজেপি ছাড়ার পর আম আদমি পার্টি না কংগ্রেস— এই টালবাহানার পর ভোটের মাত্র কয়েক দিন আগে কংগ্রেসে যোগ দেন সিধু। ভোটে কংগ্রেস জেতার পর তাঁকে উপ-মুখ্যমন্ত্রী করা হবে বলে আশা করছিলেন সিধু। কিন্তু আজ মুখ্যমন্ত্রী পদে ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ ও তাঁর মন্ত্রিসভার শপথ গ্রহণের সময় দেখা যায়, সিধুর নাম রয়েছে তালিকার তৃতীয় স্থানে। অমরেন্দ্রের পরেই নাম ছিল প্রবীণতম কংগ্রেস বিধায়ক ব্রহ্ম মহীন্দ্রার। তখনই স্পষ্ট হয়ে যায়, সিধুকে উপ-মুখ্যমন্ত্রী করা হচ্ছে না। সূত্রের খবর, তাঁকে পঞ্চায়েত ও পুর দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে।

আরও পড়ুন: রাজনাথকে চান একশো

Advertisement

অমরেন্দ্রের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের ভাইপো মনপ্রীত সিংহ বাদল। দল ও পরিবার ছেড়ে বেরিয়ে আসার আগে তিনি রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন। অকালি-সরকারের আমলে রাজ্যের ঋণের বোঝা ১.২৫ লক্ষ কোটি টাকায় পৌঁছনোয় আজ শপথগ্রহণ অনুষ্ঠানও অনাড়ম্বর ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন