২০ কোটির হিরের গয়না বাজেয়াপ্ত কলকাতায়

মেহুল চোক্সীর সংস্থা গীতাঞ্জলির ২০ কোটি টাকার গয়না কলকাতায় বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত করা হয়েছে সোনা এবং প্ল্যাটিনামের উপরে হিরে বসানো দুল, হার, আংটি ও বালা। রয়েছে হিরে বসানো ঘড়িও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও রাঁচি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৩
Share:

তল্লাশি: সল্টলেকে গয়না বিপণিতে হানা ইডির। নিজস্ব চিত্র

মেহুল চোক্সীর সংস্থা গীতাঞ্জলির ২০ কোটি টাকার গয়না কলকাতায় বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত করা হয়েছে সোনা এবং প্ল্যাটিনামের উপরে হিরে বসানো দুল, হার, আংটি ও বালা। রয়েছে হিরে বসানো ঘড়িও।

Advertisement

দেশ জুড়ে নীরব মোদী ও তাঁর মামা মেহুলের সংস্থার শো-রুম, বাড়ি ও অফিসে সোমবারও তল্লাশি চালান ইডি অফিসারেরা। সল্টলেকের সিটি সেন্টার ১-এ নক্ষত্রের (গীতাঞ্জলির নিজস্ব ব্র্যান্ড ‘নক্ষত্র’) শো-রুম আছে। এ ছাড়াও, সল্টলেক সিটি সেন্টারের অন্য একটি বিপণি, রাজারহাটে সিটি সেন্টার ২, অ্যাক্রোপলিস, ফোরাম ও সাউথ সিটি মলে সংস্থার ফ্র্যাঞ্চাইজিতে হানা দেন অফিসারেরা। ইডি সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজিদের প্রতিটি জায়গা থেকে গড়ে পৌনে তিন কোটি টাকার গয়না পাওয়া গিয়েছে। এ ছাড়াও সিটি সেন্টার এক থেকে ২৪ লক্ষ টাকার এবং সিটি সেন্টার দুই থেকে ৬৪ লক্ষ টাকার দামি হিরে বসানো ঘড়ি পাওয়া গিয়েছে। এক-একটি ঘড়ির দাম ২ লক্ষ টাকারও বেশি।

এ দিন রাঁচীরও দু’টি শো-রুমে তল্লাশি চালানো হয়। রাঁচীর জেল মোড়ের একটি শপিং মলে ‘নক্ষত্র’ শোরুম থেকে ১ কোটি ৭৫ লক্ষ টাকার, চার্চ কমপ্লেক্সে গীতাঞ্জলির ফ্র্যাঞ্চাইজি থেকে ৯২ লক্ষ টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন