National

মোদী-অম্বানিকে নিয়ে ঠাট্টা টুইট করিনি, ওটা হ্যাকারদের কাজ: রতন টাটা

প্রবীণ শিল্পপতি রতন টাটার টুইটার অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৩
Share:

প্রবীণ শিল্পপতি রতন টাটার টুইটার অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে!

Advertisement

টাটা সন্সের এমেরিটাস চেয়ারম্যান রতন টাটা নিজেই আজ তাঁর টুইটে এই অভিযোগ করেছেন। ওই টুইটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ অম্বানিকে যে বিড়ম্বনার শিকার হতে হয়েছে, তার জন্য গভীর ক্ষোভ প্রকাশ করেছেন রতন টাটা। শনিবার টুইট করে টাটা বলেছেন, ‘‘গতকাল যে ভাবে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে আর সেই অ্যাকাউন্ট থেকে বদ উদ্দেশে বিকৃত টুইট করা হয়েছে, তাতে আমি মর্মাহত। এই অপকর্মের জন্য যাঁদের বিড়ম্বনার (মোদী ও অম্বানি) মুখে পড়তে হয়েছে, তাঁদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’’

শুক্রবার শিল্পপতি রতন টাটার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে প্রধানমন্ত্রী মোদী ও শিল্পপতি মুকেশ অম্বানির একটি ছবি পোস্ট করা হয়। সেই ছবির তলার ক্যাপশনটি ছিল, ‘‘নেটওয়ার্ক এইটিনের মালিক (অম্বানি) তাঁর কর্মচারীদের বোঝাতে চাইছেন কী ভাবে তাঁর বন্ধুর (মোদী) হাতে হাত মিলিয়ে তিনি দেশের মুদ্রাস্ফীতিকে রুখে দিতে পেরেছেন।’’

Advertisement

রতন টাটার অ্যাকউন্ট থেকে ওই টুইট দেখে অনেকেই প্রথমে খুব অবাক হয়ে যান। এমনিতেই টাটা খুব একটা টুইট করেন না। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৬.১৩ মিলিয়ন হওয়া সত্ত্বেও ২০১১ সালের এপ্রিলে তাঁর টুইটার অ্যাকাউন্ট খোলার পর থেকে এ পর্যন্ত মাত্র ১১৯টি টুইট করেছেন রতন টাটা তাঁর অ্যাকাউন্ট থেকে।

আরও পড়ুন- সন্ত্রাস নিয়ে মোদীকে জবাব পাকিস্তানের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন