স্বাধীনতা দিবসে রঙিন ডিমা হাসাও

স্বাধীনতা দিবসে ডিমা হাসাওয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।গত কাল থেকেই শুরু হয়েছে প্রাক্‌-স্বাধীনতা দিবস উদ্‌যাপন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাফলং শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০৩:৫৬
Share:

হাফলঙের রাস্তায় চলছে সাফাই অভিযান। রবিবার। ছবি: বিপ্লব দেব

স্বাধীনতা দিবসে ডিমা হাসাওয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।

Advertisement

গত কাল থেকেই শুরু হয়েছে প্রাক্‌-স্বাধীনতা দিবস উদ্‌যাপন। বৃক্ষরোপণ, স্কুলপড়ুয়াদের শোভাযাত্রা, আঁকা প্রতিযোগিতা হয়। আজ দেশাত্মবোধক সঙ্গীত দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। সকাল ৮টায় হাফলং নগর সমিতির উদ্যোগে শুরু হয় শহর সাফাই অভিযান। তাতে সামিল হন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য (সিইএম) দেবলাল গারলোসা, পরিষদের চেয়ারপার্সন রানু লাংথাসা, এইএম সেমুয়েল চাংসন, জেলাশাসক অমরেন্দ্র বরুয়া, পুলিশ সুপার ধনঞ্জয় পি ঘানাবত, পার্বত্য পরিষদের প্রধান সচিব রমেশ থাওসেন। বিভিন্ন সরকারি অফিসের কর্মী, শহরের বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনও তাতে যোগ দেন। সাফাই অভিযান শেষে হাফলং সাংস্কৃতিক ভবনে এক অনুষ্ঠানে পরিষদের সিইএম দেবলাল গারলোসা জানান, পাহাড়ি জেলায় ‘ক্লিন ও গ্রিন মিশন’ অভিযান শুরু করেছে পার্বত্য পরিষদ। জেলার পর্যটনকেন্দ্রগুলিকে স্বচ্ছ রাখতে ওই অভিযান করা হচ্ছে। জেলার প্রতিটি নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠনকেও সে দিকে নজর রাখতে তিনি অনুরোধ জানান। সিইএম জানান, প্রতি মাসে সরকারি অফিসগুলিতে সাফাই অভিযান চালাতে হবে। সে দিকে গুরুত্ব দিতে তিনি অফিসারদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘‘পরিষদের ইএমদের সরকারি আবাসনগুলি পরিষ্কার রাখতে সকলকে নজর রাখতে হবে। এইএম আবাসন অপরিষ্কার থাকলে, প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কাছে ভুল বার্তা যেতে পারে।’’ এ নিয়ে তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। স্বাধীনতা দিবসের আগে তিনসুকিয়ার ডুমডুমা ও ডিমা হাসাও লাগোয়া কার্বি আংলংয়ে জঙ্গিহানার পরিপ্রেক্ষিতে ডিমা হাসাওয়ে কড়া সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। অসম পুলিশ তল্লাশি চালাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন