সিসিটিভিতে ধরা পড়া সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।
ডাক্তার দেখানোর নাম করে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালে ঢুকেছিলেন ‘প্রতিবন্ধী’ যুবক। বেরোলেন দিব্যি হেঁটে! এমনই ঘটনা ঘটেছে কানপুরের এক বেসরকারি হাসপাতালে। চোখের পলকে ডাক্তারের পকেট থেকে দামি ফোন চুরি করে হাসপাতাল থেকে চম্পট দিয়েছেন অভিযুক্ত। গোটা ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তদন্তে নেমে এক ঘণ্টার মধ্যে চোরকে গ্রেফতারও করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ২০ অগস্ট। প্রতিবন্ধী সেজে কানপুরের হ্যালেট হাসপাতালে ঢোকেন মহম্মদ ফৈজ় নামে এক যুবক। স্বাস্থ্যকর্মীরা তাঁকে সাধ্যমতো সাহায্য করেন। ডাক্তার দেখানোর নাম করে অপেক্ষা করতে থাকেন ফৈজ়। তার পর সুযোগ বুঝে এক জুনিয়র ডাক্তারের পকেট থেকে আইফোন তুলে নিয়ে হেঁটে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান। ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, সাধারণ পোশাকে এক ব্যক্তি হাসপাতালের লবিতে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তাঁর হাতে ডাক্তারের প্রেসক্রিপশনও রয়েছে। লবিতে দুই ডাক্তার দাঁড়িয়ে কথা বলছিলেন। তাঁদের পাশে কিছু ক্ষণ দাঁড়াতে দেখা যায় ওই যুবককে। তার পর সুযোগ বুঝে একজনের পকেট থেকে দামি ফোনটি তুলে নিয়ে দ্রুত হেঁটে বেরিয়ে যান ওই যুবক।
ঘটনার মাত্র ৬০ মিনিটের মধ্যেই অভিযুক্তকে ধরেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তে নেমে ফৈজ়কে গ্রেফতার করা হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার শ্রবণ কুমার বলেন, ‘‘মোবাইল চোরকে শনাক্ত করে গ্রেফতার করার জন্য গোটা দলকে অভিনন্দন।’’ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।