প্রতীকী ছবি।
দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন যুবক। তাঁকে গাড়িচাপা দিয়ে খুনের অভিযোগ উঠল তামিলনাড়ুর ডিএমকে নেতার নয়ঙ্গম পলানিস্বামীর বিরুদ্ধে। মৃতের বাড়ির লোক ওই নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন। ঘটনাটি তিরুপুর জেলার।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই যুবক বাইকে করে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় একটি এসইউভি তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন ডিএমকে নেতা তথা পঞ্চয়েত সভাপতি পলানিস্বামী। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ডিএমকে নেতা মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সন্দেহ করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে যুবককে চাপা দেন অভিযুক্ত।
কিন্তু যুবকের পরিবারের দাবি, তাঁকে গাড়িচাপা দিয়ে খুন করা হয়েছে। পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন যুবক। বিষয়টি নিয়ে পঞ্চায়েত সভাপতি এবং যুবকের মধ্যে একটা টানাপড়েন চলছিল। পরিবারের অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় যুবককে গাড়িচাপা দিয়ে খুন করে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা হচ্ছে। অভিযুক্ত ডিএমকে নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, একটি রাস্তা নিয়ে বচসার সূত্রপাত। পঞ্চায়েতকে রাস্তা তৈরির দায়িত্ব না দিয়ে অন্য কোনও সংস্থাকে এই দায়িত্ব দেওয়ার দাবি তুলেছিলেন যুবক। শুধু তা-ই নয়, দুর্নীতিরও অভিযোগ তোলেন তিনি। তবে এটি দুর্ঘটনা না কি গাড়িচাপা দিয়ে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।