ডিএনএ পরীক্ষাতেই কি মিলবে রহস্যের চাবিকাঠি?

সময় যত এগোচ্ছে, ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে শিনা বরা হত্যা রহস্যের জট। প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন চরিত্রগুলির দেওয়া বয়ান নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ১১:১১
Share:

সময় যত এগোচ্ছে, ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে শিনা বরা হত্যা রহস্যের জট। প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন চরিত্রগুলির দেওয়া বয়ান নিয়ে। হাই প্রোফাইল এই খুনের রহস্য সমাধানে এখন তাই শিনার দেহাংশের ডিএনএ পরীক্ষাকেই পাখির চোখ করতে চাইছেন তদন্তকারীরা।

Advertisement

শুক্রবার রায়গড়ের জঙ্গল থেকে শিনার দেহাংশ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে কিছু হাড় এবং খুলির একাংশ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা অধীর আগ্রহে হাড়গুলির ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছি।”

ডিএনএ পরীক্ষার রিপোর্টের পাশাপাশি মিখাইল বরার বয়ান নিয়েও দেখা দিয়েছে বিভ্রান্তি। তাঁকে ফের জেরা করার কথা ভাবছে পুলিশ। গত কালই অবশ্য অন্যতম অভিযুক্ত সঞ্জীব খন্না ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মুম্বই পুলিস কমিশনার রাকেস মারিয়া বলেন, “তৃতীয় অভিযুক্ত সঞ্জীব খন্নাকে আমার জেরা করেছি। সে নিজের দোষ কবুল করেছে।” গত কালই বান্দ্রার মেট্রোপলিটন আদালত ৩১ অগস্ট পর্যন্ত সঞ্জীবের পুলিশ হেফাতের নির্দেশ দিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement