চিকিৎসক সোহিলের টুইট থেকে ছবি সংগৃহীত।
করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে দিন রাত মিলিয়ে টানা ১৫ ঘণ্টা পরে থাকতে হচ্ছে পিপিই। এই গরমে। ফলে, প্রায় দমবন্ধ করা পরিস্থিতিতে হাঁসফাঁস করতে করতে কী অবস্থা হচ্ছে তাঁদের, টুইটে ছবি প্রকাশ করে তা দেখিয়ে দিলেন চিকিৎসক সোহিল। আর তাঁর সেই টুইট ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভূয়সী প্রশংসা করছেন নেটাগরিকরা।
টুইটে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, টানা ১৫ ঘণ্টা পিপিই পরে করোনা রোগীদের চিকিৎসার পর ঘামে কী ভাবে ভিজে গিয়েছে চিকিৎসক সোহিলের জামা। মনে হচ্ছে যেন জামা পরে সদ্য স্নান করে এলেন!
ওই ছবি প্রকাশ করে টুইটে সোহিল লিখেছেন, ‘‘তবুও লড়ে যাব করোনার বিরুদ্ধে। কারণ, যে ভাবেই হোক জিততে হবে।’’
বুধবার (২৮ এপ্রিল) ওই টুইট করেন দিল্লির চিকিৎসক সোহিল। তার পর থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। নেটাগরিকদের অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছে সেই পোস্ট।