National news

বিশ্বের সবচেয়ে উঁচু বেসক্যাম্পে গরম পিৎজা পৌঁছে দিল ডমিনোজ

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে ডমিনোজের এই উদ্যোগ।

Advertisement

সংবাদ সংস্থা

সিয়াচেন শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১২:৩৮
Share:

পিৎজার বাক্স হাতে ভারতীয় সেনা। ছবি: ডমিনোজের টুইট থেকে নেওয়া।

বিশ্বের সবচেয়ে উঁচু বেসক্যাম্পে সেনাবাহিনীর কাছে পিৎজা পৌঁছে দিল ডমিনোজ। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে ডমিনোজের এই উদ্যোগ।

Advertisement

সেনাবাহিনীর সবচেয়ে উচ্চতম বেসক্যাম্প হল সিয়াচেন বেসক্যাম্প। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ফুট উঁচুতে। শীতকালে তাপমাত্রা কমে দাঁড়ায় মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস।

এই বেসক্যাম্পেই অতন্দ্র প্রহরায় রয়েছেন ভারতীয় সেনাবাহিনী। দেশকে রক্ষা করার জন্য তাঁদের সেই কাজকে কুর্নিশ জানাতে এই অভিনব পন্থা নিল ডমিনোজ পিৎজা ডেলিভারি সংস্থা।

Advertisement

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে রাহুলকে এড়ালেন প্রধানমন্ত্রী

টুইট করে ডমিনোজ জানিয়েছে, ‘সিয়াচেনে আমাদের সাহসী সেনা এবং অফিসারদের গরম পিৎজা পৌঁছে দিতে পেরে আমরা খুশি। দেশ রক্ষার জন্য তাঁদের অক্লান্ত পরিশ্রমের প্রতি এটা আমদের কৃতজ্ঞতা স্বীকার।’ সেনাবাহিনীও পিৎজা পেয়ে বেশ খুশিই হয়েছে। টুইটারে তাঁরাও পিৎজা হাতে ছবি-ভিডিয়ো শেয়ার করেছেন।

আরও পড়ুন: মোদীর সভা ঘিরেও মাঠ-সঙ্কট, প্রধানমন্ত্রী চাইলে আটকায় কে! চ্যালেঞ্জ বড়মার নাতির

পিৎজা কেমন ছিল? এক সেনাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, ‘‘ভীষণ ভাল’’। বাকিরা আঙুলের ইশারায় সেটা বুঝিয়ে দিয়েছেন। টুইটারে পোস্ট হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন