US Tariff on India

‘আমাকে আবার ভালবাসবে ওরা!’ ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির ইঙ্গিত ট্রাম্পের, শুল্ক কমানোরও বার্তা

ট্রাম্প জানান, শীঘ্রই একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে চলেছে ওয়াশিংটন ও নয়াদিল্লি। সঙ্গে এও জানান, অচিরেই ভারতের উপর শুল্ক কমাতে চলেছে আমেরিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৩:২৯
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

শুল্ক-যুদ্ধের আবহে গত কয়েক মাস ধরে যেন ভাটা পড়েছে ভারত-আমেরিকা সম্পর্কে। সঙ্গে অবশ্য বাণিজ্য নিয়ে আলোচনাও জারি রয়েছে। সেই আবহে এ বার ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে দিলেন শুল্ক কমানোর বার্তাও।

Advertisement

সোমবার হোয়াইট হাউসে ওভাল অফিসে ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরের শপথগ্রহণ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ট্রাম্প। ট্রাম্প জানান, শীঘ্রই একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে চলেছে ওয়াশিংটন ও নয়াদিল্লি। সঙ্গে এও জানান, অচিরেই ভারতের উপর শুল্ক কমাতে চলেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করছি। এই চুক্তি আগের থেকে অনেক আলাদা হতে চলেছে। এই মুহূর্তে ওরা আমাকে ভালোবাসে না। কিন্তু, তারা আবার আমাদের ভালোবাসবে! আমরা একটি ন্যায্য চুক্তি করতে চলেছি। সের্জিও, তোমাকে এটা একবার দেখে নিতে হবে। স্কট (মার্কিন রাজস্বসচিব স্কট বেসেন্টের দিকে তাকিয়ে), আমার মনে হয়, আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি যা সবার জন্য ভাল, তাই না?’’

ভারতের উপর শুল্ক কমানোর কথা বিবেচনা করবেন কি না, এই প্রশ্নের জবাবে ট্রাম্প পরে সাংবাদিকদের ইঙ্গিত দিয়ে রেখেছেন, অদূর ভবিষ্যতে ভারতীয় পণ্যের উপর থেকে শুল্কও কমাতে পারে আমেরিকা। ট্রাম্প বলেন, ‘‘এই মুহূর্তে রাশিয়ান তেলের কারণে ভারতের উপর শুল্ক অনেক বেশি। তবে ওরা রাশিয়ান তেল ব্যবহার একপ্রকার বন্ধই করে দিয়েছে। হ্যাঁ, আমরা শুল্ক কমাব বলে ঠিক করেছি। এক পর্যায়ে আমরা এই শুল্ক কমিয়ে আনব।’’ এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্কের কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প।

Advertisement

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে দফায় দফায় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে ভারত ও আমেরিকার। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রস্তাবিত এই চুক্তির লক্ষ্য ছিল, ২০৩০ সালের মধ্যে ভারত-মার্কিন বাণিজ্য বর্তমানে ১৯১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া। মার্চ মাস থেকে এখন পর্যন্ত এ নিয়ে পাঁচ দফা আলোচনা হয়েছে। গত ২৩ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমেও আলোচনা হয়েছে দুই দেশের। গত ৫ নভেম্বর ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা ভালভাবেই এগোচ্ছে। যদিও বেশ কয়েকটি ‘সংবেদনশীল ও গুরুতর বিষয়’ নিয়ে আলোচনা এখনও বাকি রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেই আবহেই এল ট্রাম্পের এই মন্তব্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement