US India Trade Deal

মার্কিন পণ্যে ১০০ শতাংশ শুল্ক কমাতে আগ্রহী ভারত, ট্রাম্পের দাবি! দিল্লির সঙ্গে বাণিজ্য নিয়ে ভাবনার কথা জানালেন নিজেই

ভারতের শুল্ক হ্রাসের আগ্রহকে ‘সাফল্য’ হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প। ফক্স নিউজ়কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারত মার্কিন পণ্যে ১০০ শতাংশ শুল্ক হ্রাস করতে আগ্রহী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ০৯:০৮
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ভারতের সঙ্গে বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আবার মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ়কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভারত মার্কিন পণ্যে ১০০ শতাংশ শুল্ক হ্রাস করতে আগ্রহী। তবে তিনি এ সব নিয়ে তাড়াহুড়ো করতে চান না। ভারতের মতো অনেক দেশই শুল্ক কমিয়ে আমেরিকার সঙ্গে নতুন করে বাণিজ্যিক চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ট্রাম্প।

Advertisement

ভারতের শুল্ক হ্রাসের আগ্রহকে ‘সাফল্য’ হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প। সাংবাদিককে তিনি বলেছেন, ‘‘ভারত প্রচুর কর নেয়। সর্বোচ্চ করপ্রাপক দেশগুলির মধ্যে অন্যতম ভারত। এই কারণেই ওদের সঙ্গে বাণিজ্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন, ওরা ১০০ শতাংশ কর কমিয়ে দিতে চেয়েছে? শীঘ্রই সেটা হবে। আমার কোনও তাড়া নেই।’’

কিছু দিন আগে ট্রাম্প দাবি করেন, আমেরিকার পণ্যে শুল্ক কমিয়ে প্রায় শূন্য শতাংশে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে ভারত। কিন্তু সেই দাবি প্রকাশ্যে আসার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, কোনও বাণিজ্যিক চুক্তিই এখনও চূড়ান্ত হয়নি। জয়শঙ্কর বলেন, ‘‘ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে কথাবার্তা চলছে। এগুলো খুব জটিল বিষয়। এখনও কিছুই চূড়ান্ত হয়নি। যে কোনও বাণিজ্যিক চুক্তিই উভয় পক্ষের জন্য লাভজনক হওয়া উচিত। বাণিজ্যিক চুক্তি থেকে আমারাও সেটাই আশা করি। সেটা যত ক্ষণ না চূড়ান্ত হচ্ছে, তা নিয়ে কোনও আলোচনা সঠিক নয়।’’

Advertisement

ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ কোরিয়াও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। তাঁর কথায়, ‘‘আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চাইছে। কিন্তু আমি তো সকলের সঙ্গে চুক্তি করব না। আমি শুধু একটা চূড়ান্ত সীমা নির্দিষ্ট করতে চাই। ১৫০টা দেশ চুক্তি করতে চাইছে। সেটা সম্ভব নয়।’’

আমেরিকায় ক্ষমতায় আসার পরেই ভারত-সহ বিভিন্ন দেশের পণ্যের উপর ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, আমেরিকার কাছ থেকে যে দেশ যত শুল্ক নেয়, আমেরিকাও তাদের থেকে তেমনই শুল্ক নেবে। বিশেষ করে তাঁর নিশানায় ছিল ভারত। বার বার বলেছেন, ভারত যে পরিমাণ শুল্ক নেয়, তাতে বাণিজ্য সম্ভব নয়। এর পর ভারতের পণ্যে বাড়তি ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। আপাতত তা ৯০ দিনের জন্য স্থগিত রয়েছে। এই সময়ের মধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলতে চান ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement